শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
কুষ্টিয়া মেডিকেল

ধসে পড়ল নির্মাণাধীন ভবনের ছাদ, নিহত শ্রমিক আহত ৪

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম বজলুর রহমান (৬০)। তার বাড়ি কুমারখালী উপজেলায়। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। কাজের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের কোনো কর্মকর্তাকেও খুঁজে পাওয়া যায়নি সেখানে। এ ঘটনায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজাদ জাহানের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. আশরাফুল হক দারার নেতৃত্বে আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, সাটারিংয়ে বাঁশের খুঁটি ব্যবহার ও নিচে বালুমাটি থাকায় এ  দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রকল্প পরিচালক ডা. আশরাফুল হক দারা বলেন, ‘দুর্ঘটনার আগে দুপুরে ঘটনাস্থলে গিয়েছিলাম। তখন সাটারিংয়ে বাঁশের খুঁটি দেখে মনে শঙ্কা জেগেছিল। সেই শঙ্কাই সত্যি হলো।’

সর্বশেষ খবর