শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
নির্বাচনের পর প্রথম ব্রিফিং

সম্ভাব্য সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি কূটনীতিকদের

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশের অগ্রযাত্রা, উন্নয়ন ও শান্তির জন্য সম্ভাব্য সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় কর্মরত বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডিপ্লোমেটিক কোরের সদস্যদের

জন্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের প্রথম কূটনৈতিক ব্রিফিংয়ে তারা এ আশ্বাস দেন। ব্রিফিংয়ে বিভিন্ন দূতাবাস, হাইকমিশন ও জাতিসংঘ দফতরগুলোর ৫৫ জন রাষ্ট্রদূত, হাইকমিশনার, কনসাল জেনারেল ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বৈঠকের শুরুতেই তার নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। সেই সঙ্গে গত এক দশক ধরে দারিদ্র্য দূরীকরণ, মাতৃস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্যের উন্নয়ন, স্যানিটেশন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বিশেষত অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে ভিশন-২০২১, এজেন্ডা-২০৩০ এবং ভিশন-২০৪১ অর্জনে বর্তমান সরকার কাজ করছে বলে উল্লেখ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে উপস্থিত কূটনীতিকদের সহযোগিতা ও অংশীদারিত্ব প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী। বাণিজ্য, বিনিয়োগ, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ, নারী ও শিশুর ক্ষমতায়নের ক্ষেত্রেও সহযোগিতার আহ্বান জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানান, সরকার পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিশ্বের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এই সংকটের স্থায়ী সমাধানের উদ্দেশে রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে সবার গঠনমূলক সহায়তা প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহীদুল হক ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এত দিনের বন্ধুত্ব ও অংশীদারিত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও শক্তিশালী, বিস্তৃত গভীর হবে বলে প্রত্যাশা করেন। পরে উপস্থিত কূটনীতিকদের পক্ষে ডিপ্লোমেটিক কোরের ডিন ও ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোচেরি নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান। সেই সঙ্গে বাংলাদেশের অগ্রযাত্রা, উন্নয়ন ও শান্তির জন্য সম্ভাব্য সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে চলমান সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান ডিপ্লোমেটিক কোরের ডিন।

সর্বশেষ খবর