শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নিরপরাধ শ্রমিক যেন হেনস্তা না হয়

নিজস্ব প্রতিবেদক

নিরপরাধ শ্রমিক যেন হেনস্তা না হয়

সাবেক নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, আন্দোলনের জের ধরে নিরপরাধ শ্রমিকদের যাতে হয়রানি করা না হয়। নিরপরাধ কোনো শ্রমিক গ্রেফতার হলে অবিলম্বে মুক্তি দিতে হবে। ভবিষতে এই গার্মেন্ট শিল্পে যে কোনো শ্রম অসন্তোষ দেখা দিলে শক্তি প্রয়োগ না করে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করতে হবে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হলে   তৈরি পোশাক শিল্পের বিরাজমান পরিস্থিতি ও করণীয় শীর্ষক গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শাজাহান খান বলেন, গার্মেন্ট শ্রমিকদের অসন্তোষের পেছনে গত বছর ঘোষিত মজুরি কাঠামো। যা বর্তমান বাজারদরের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। শ্রমিকদের মতামতকে বিবেচনায় না নিয়ে মালিকপক্ষ সরকারকে দিয়ে ওই মজুরি নির্ধারণ করিয়েছিল। আমরা দাবি করছি, নিরপরাধ কোনো শ্রমিক যেন হয়রানির শিকার না হয় এবং কোনো নিরপরাধ শ্রমিক গ্রেফতার হলে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

সর্বশেষ খবর