রবিবার, ২০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চমক দেখাল রংপুর রাইডার্স

আসিফ ইকবাল

চমক দেখাল রংপুর রাইডার্স

ঝড়ো ব্যাটিং করা ফরহাদকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান মাশরাফি

ভিনি, ভিসি, ভিডি স্প্যানিশ শব্দ। বাংলায় এলাম, দেখলাম এবং জয় করলাম। এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে বেশ মানিয়ে যায় শব্দগুলো। টানা হারের ধাক্কায় খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা রংপুর রাইডার্সের অবিশ^াস্য জয়ের মহানায়ক হয়তো তিনি নন। কিন্তু প্রোটিয়াস ক্রিকেটারের উপস্থিতিই পাল্টে দিয়েছে রংপুরকে। ত্রাণকর্তা হয়ে তিনি ম্যাচ জেতাননি, তবে পাহাড়সম টার্গেট তাড়া করে চোখ ধাঁধানো জয়ের পুরোধা ছিলেন তিনিই। ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিম্যানের সরব উপস্থিতিতে ১৯৫ রান তাড়া করে ৩ বল হাতে রেখে সিলেট সিক্সার্সের বিপক্ষে ৪ উইকেটের চমক জাগানো জয় তুলে নিয়েছে মাশরাফির রংপুর রাইডার্স। আসরে সাত ম্যাচে রংপুরের এটা তিন নম্বর জয় এবং জয় নিয়েই সিলেট পর্ব শেষ করল রংপুর। অবিশ^াস্য জয়টি আবার সিলেটের বিপক্ষে প্রতিশোধেরও। সিলেট সিক্সার্সের কাছে ২৭ রানে হেরেছিল রংপুর রাইডার্স। ক্রিস গেইল, রিলি রুশো, অ্যালেক্স হেলস, রবি বোপারাদের মতো বিশ^মানের তারকা ক্রিকেটাররা খেলছেন। রুশো ছাড়া আলো ছড়াতে পারেননি বাকি বিদেশিরা। দুই দিন আগে সিলেটে পা রাখেন ডি ভিলিয়ার্স। গতকাল মাঠে নেমে খেলেন ২১ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস। সংখ্যার বিচারে রুশোর ৬১ রানের ধারেকাছে হয়তো নয়। কিন্তু ওই ছোট্ট ইনিংসটিই উদ্দীপ্ত করেছে ফরহাদ রেজা ও মাশরাফিকে। শেষ ১২ বলে জয়ের জন্য দরকার ছিল রংপুরের ২৪ রান। ফরহাদ রেজা ও মাশরাফি ৯ বলেই তুলে নেন। বিশেষ করে ১৯ নম্বর ওভারে মেহেদি হাসান রানার বোলিংয়ে ২ চার ও ১ ছক্কায় ১৯ রান নেন ফরহাদ ও মাশরাফি। ফরহাদ রেজা হন শেষ বেলার নায়ক। রংপুরকে আসরের সবচেয়ে বেশি রান তাড়া করে জিততে খেলেন ৬ বলে ১৮ রানের হার না মানা ইনিংস। ডি ভিলিয়ার্সের ৩৪, অ্যালেক্স হেলসের ৩৩ রান জয়ের ভিত গড়ে দিয়েছে। কিন্তু বড় টার্গেট তাড়া করতে গিয়ে অসাধারণ ব্যাটিং করেছেন ম্যাচসেরা রুশো। খেলেছেন ৩৫ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬১ রানের ইনিংস। যদিও প্রোটিয়াস ব্যাটসম্যান তিন-তিনবার জীবন পেয়েছেন সিলেটের বোলারদের বাজে ফিল্ডিংয়ে। ৬১ রানের ইনিংসটি আসরে রুশোর চার নম্বর হাফ সেঞ্চুরি। ৭ ম্যাচে প্রোটিয়াস ব্যাটসম্যানের রান ৩৪৯। এর আগে প্রথমে ব্যাট করে সাব্বির রহমানের চোখ ধাঁধানো ৮৫ রানে ভর করে ৪ উইকেটে ১৯৪ রান করে সিলেট সিক্সার্স। ৫ চার ও ৬ ছক্কায় সাজানো ইনিংসটি খেলতে সাব্বির বল খরচ করেন মাত্র ৫১টি। আসরে এটা তার প্রথম হাফ সেঞ্চুরি। এই হারে সিলেটের নকআউট পর্ব খেলা কঠিন হয়ে পড়ল। তার ওপর দলের মূল ভরসা ডেভিড ওয়ার্নার চলে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। তার জায়গায় আসছেন ইংল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান জেসন রয়। ৭ ম্যাচে সিলেটের এটা ৫ নম্বর হার।

সর্বশেষ খবর