শিরোনাম
রবিবার, ২০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নৈতিক পরাজয় ঢাকতেই বিজয় উৎসব

নিজস্ব প্রতিবেদক

নৈতিক পরাজয় ঢাকতেই বিজয় উৎসব

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৈতিক পরাজয় ঢাকতেই আওয়ামী লীগের বিজয় উৎসব। এ বিজয় উৎসবের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে চায়। বিএনপির সঙ্গে ২০-দলীয় জোট ও ঐক্যফ্রন্টের শরিকদের কোনো টানাপড়েন নেই বলেও দাবি করেন ফখরুল। গতকাল শেরেবাংলানগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ কথা বলেন। জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে নেতা-কর্মীদের নিয়ে চন্দ্রিমা উদ্যানে যান মির্জা ফখরুল। পরে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। বিএনপি মহাসচিব বলেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কীভাবে ভোট ডাকাতি হয়েছে তা দেশের মানুষ দেখেছে। এই  ভোট ডাকাতির পর বিজয় উৎসব করা বা আনন্দ করার কোনো মানে হয় না। আসলে ভয়াবহ ভোট ডাকাতির মধ্য দিয়ে তারা যে ক্ষমতা দখল করে নিয়েছে, সেই উৎসব পালন করেছে আওয়ামী লীগ। ৩০ ডিসেম্বর তো গণতন্ত্রের পরাজয় হয়েছে। আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে। কারণ, তারা (আওয়ামী লীগ) জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির কোনো টানাপড়েন সৃষ্টি হয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের রাজনীতিতে এ ধরনের কথা সবসময় আসে। আর আপনারা এ নিয়ে চমৎকার চমৎকার স্টোরি করেন। আসলে আমাদের মধ্যে কোনো টানাপড়েন নেই।

সর্বশেষ খবর