শিরোনাম
সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অসুস্থ এরশাদ গেলেন সিঙ্গাপুরে

নিজস্ব প্রতিবেদক

অসুস্থ এরশাদ গেলেন সিঙ্গাপুরে

রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া ও লিভারের সমস্যার উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরে গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এর আগে গুরুতর অসুস্থ এরশাদকে হুইল চেয়ারে করে তার বারিধারার বাসভবনের নিচতলায় নামিয়ে আনেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা। রক্তে হিমোগ্লোবিনের সমস্যা নিয়ে গত ১০ ডিসেম্বর সিঙ্গাপুর গিয়েছিলেন এরশাদ। ১৬ দিন চিকিৎসা শেষে তিনি নির্বাচনের আগে ২৬ ডিসেম্বর ফিরে আসেন দেশে। এরশাদের সঙ্গী হয়েছেন দলের  প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং  মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদ। সম্প্রতি এইচ এম এরশাদ এক বার্তায় জানিয়েছেন, তার অনুপস্থিতিতে দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জি এম কাদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এরশাদ ঘোষণা দেন সংসদে প্রধান বিরোধী দলের নেতা হবেন তিনি নিজেই। বিমানবন্দরে হুসেইন মুহম্মদ এরশাদকে বিদায় জানান, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা,  প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু,  গোলাম কিবরিয়া টিপু, অ্যাডভোকেট সালমা ইসলাম, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী প্রমুখ।

সর্বশেষ খবর