মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সিনিয়র চিকিৎসককে মারলেন জুনিয়ররা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন সিনিয়র চিকিৎসককে বেধড়ক পিটিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। গতকাল সকালে হাসপাতালের এনেসথেসিয়া বিভাগে এ ঘটনা ঘটে।

এ নিয়ে হাসপাতালে সিনিয়র চিকিৎসকদের মধ্যে অসন্তোষ দেখা দিলেও বিষয়টি নিয়ে কেউ কথা বলছেন না। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় হাসপাতালের চতুর্থ তলায় অপারেশন থিয়েটার রুমে রোগীর অপারেশন চলার সময় ডিপ্লোমা এনেসথেসিয়া শিক্ষার্থীরা বার বার আওয়াজ করে কথা বলতে থাকেন। এ সময় অপারেশনের দায়িত্বে থাকা হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ মো. মহসীন উচ্চ আওয়াজে কথা বলতে নিষেধ করেন। এ নিয়ে ডিপ্লোমা শিক্ষার্থীরা ডা. সৈয়দ মো. মহসীনের বিরুদ্ধে তাদের সিনিয়রদের কাছে অভিযোগ করেন। পরে ডা. মহসীনকে এনেসথেসিয়া বিভাগের একটি রুমে নিয়ে বেধড়ক মারধর করা হয়।

চমেক হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. আবুল হোসেন ভুইয়া শাহীন বলেন, ‘একজন সিনিয়র চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। এভাবে একজন চিকিৎসককে মারাটা উচিত হয়নি। আমরা পরে বিষয়টি মীমাংসা করে দিয়েছি।’

সর্বশেষ খবর