মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিপিএল নিষিদ্ধ করার দাবি ওলামা লীগের

নিজস্ব প্রতিবেদক

ক্রিকেটের জনপ্রিয় আসর বিপিএল চলার মধ্যে তা নিষিদ্ধের দাবি তুলেছে ওলামা লীগ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধন কর্মসূচি থেকে সংগঠনটি বাল্যবিয়ে নিরোধ আইন বাতিলেরও দাবি জানায়। ওলামা লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরীয়তপুরী বলেন, এই ক্রিকেট টুর্নামেন্ট জুয়া খেলার প্রসার ঘটাচ্ছে। বিপিএলের নামে দেশকে জুয়াড়িদের আস্তানায় পরিণত করা হচ্ছে। প্রতিটি ব্যাটে-বলে এখন জুয়ার বাজি ধরা হচ্ছে। বড় বড় জুয়াড়িদের পাশাপাশি চায়ের দোকানের সাধারণ লোকজনও এখন বিপিএল, আইপিএল তথা ক্রিকেট জুয়ায় মত্ত হয়েছে, যা সম্পূর্ণ সংবিধানবিরোধী। বঙ্গবন্ধু দেশের সংবিধানে মদ ও জুয়া নিষিদ্ধ করেছেন। সেই জুয়াড়ি তৈরির আসর বিপিএল, আইপিএলের মতো খেলাধুলা বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। তিনি নারী ফুটবল নিয়ে বাফুফের বিরুদ্ধেও বলেন। শরীয়তপুরী বলেন, নারী ফুটবলারদের বিয়ে নিষিদ্ধ করে লিভ টুগেদারসহ অনৈতিকতাকে উৎসাহিত করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ষড়যন্ত্রকারী হোতাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বাল্যবিয়ের পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, এটা নিষিদ্ধের কারণে দেশে গর্ভপাত বেড়ে গেছে।

ওলামা লীগের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক নেই : ওলামা লীগের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই জানিয়ে গতকাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ‘আওয়ামী ওলামা লীগ’-এর বরাত দিয়ে দেশের ঘরোয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট নিষিদ্ধের দাবি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী ওলামা লীগ নামে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠন অথবা এই নামে কোনো ধরনের কমিটি নেই এবং প্রকাশিত সংবাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো ধরনের সম্পর্ক নেই। আওয়ামী ওলামা লীগের নামে এ ধরনের কর্মকা- পরিচালনা করা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি।

সর্বশেষ খবর