মঙ্গলবার, ২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

খাল দখলদারদের ছাড় নয়

নিজস্ব প্রতিবেদক

খাল দখলদারদের ছাড় নয়

খাল দখলদার কাউকে একবিন্দু ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল রাজধানীর কুতুবখালী খাল পরিষ্কার কার্যক্রমে গিয়ে তিনি এ কথা বলেন। মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আরও বলেন, এক ইঞ্চি খালও কাউকে দখল করতে দেওয়া হবে না। রাজধানী ঘিরে থাকা খালগুলো উদ্ধার করে জলাধার ফিরিয়ে দেওয়া হবে। দখলদাররা যে মতাদর্শের লোকই হোক বা যে দলেরই হোক, তাদের এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। এ সময় তার সঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর জাহিদ হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেয়র সাঈদ খোকন বলেন, খাল উদ্ধারকে ক্ষুদ্রভাবে দেখলে চলবে না। এ খালই হচ্ছে আধুনিক ঢাকার প্রাণ। আমরা সব খাল দখলমুক্ত করে স্বচ্ছ পানির জলাধারা চালু করতে চাই। তিনি জানান, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার ৯৩ কিলোমিটার খালের মধ্যে ৭৩ কিলোমিটারের ওপর থকে ছোট-বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর