বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আইসিসির বর্ষসেরা দলে মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

আইসিসির বর্ষসেরা দলে মুস্তাফিজ

২০১৮ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে আইসিসি। ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটারদের জয়জয়কারের মধ্যেই জায়গা পেয়েছেন বাংলাদেশের সেরা পেসার মুস্তাফিজুর রহমান। আইসিসি তার সদস্য দেশগুলোর ক্রিকেটারদের ওয়ানডে পারফরম্যান্সের বিচারে সেরা একাদশ চূড়ান্ত করেছে। সর্বাধিক চারজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন ভারত ও  ইংল্যান্ড থেকে। একজন করে ক্রিকেটার নেওয়া হয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও নিউজিল্যান্ড থেকে। দলটির অধিনায়ক ভারতের বিরাট কোহলি। এছাড়াও ভারতীয়দের মধ্যে সুযোগ পাওয়া ক্রিকেটার রোহিত শর্মা, জশপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব। ইংল্যান্ডের চার ক্রিকেটার জশ বাটলার, জনি বেয়ার স্টো, জো রুট ও  বেন স্টোকস। একাদশ সাজানো হয়েছে ৫ জন ব্যাটসম্যান, একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান, একজন সিমিং অলরাউন্ডার, দুজন পেস বোলার ও একজন লেগ স্পিনার দিয়ে। একাদশে সুযোগ পাওয়া বাকি দুই ক্রিকেটারের একজন নিউজিল্যান্ডের রস টেইলর ও আফগানিস্তানের রশিদ খান। জায়গা পায়নি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও পাকিস্তানের কোনো ক্রিকেটার। গত বছর ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ ২৯ উইকেট শিকার করেন। এশিয়া কাপে তার উইকেট ছিল ১০টি।

সর্বশেষ খবর