শিরোনাম
বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আবাহনীকে উড়িয়ে দিল বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংসকে রুখবে সাধ্য কার! লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে হারিয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে দলটা। কলিনড্রেসরা লাফিয়ে একে অপরের কাঁধে চড়ছেন। কেউ কেউ ক্যামেরার সামনে দাঁড়িয়ে বিজয়ীর ভঙ্গিতে পোজ     দিচ্ছেন। গ্যালারিতে তখন বসুন্ধরা কিংসের পতাকা উড়ছে পত পত করে। অভিষেক মৌসুমের শুরুটা দারুণ হলো বসুন্ধরা কিংসের। টানা দুই ম্যাচে ফেবারিট দুই প্রতিপক্ষকে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল তারা। লিগের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১-০ গোলে হারানোর পর এবার আবাহনীকে উড়িয়ে দিল ৩-০ গোলে।

প্রায় দুই দশক আগে মোহামেডানের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল আবাহনী লিমিটেড। এরপর লিগে কখনোই এত বড় ব্যবধানে পরাজয়ের তিক্ত স্বাদ পায়নি ছয়বারের চ্যাম্পিয়নরা। বসুন্ধরা কিংস অতীতের সেই তিক্ত স্মৃতিই আবাহনীকে মনে করিয়ে দিল গতকাল নীলফামারীর শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। বসুন্ধরা কিংসের উচ্ছ্বাস শুরু হয় ম্যাচের ৪৩তম মিনিট থেকে। আবাহনীর নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার পর বসুন্ধরা কিংস অদম্য হয়ে উঠে। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই নাসির উদ্দিন চৌধুরীর দারুণ এক গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেও ম্যাচে নিজেদের আধিপত্য ধরে রাখেন কলিনড্রেসরা। মার্কোস ভিনিসাসের এসিস্টে ৬০তম মিনিটে গোল করেন মতিন মিয়া। এরপর ৬৯তম মিনিটে আবাহনীর কফিনে চূড়ান্ত পেরেক ঠুকেন বিশ্বকাপ খেলা কোস্টারিকান তারকা ড্যানিয়েল কলিনড্রেস। দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট এবং +৪ গোল ব্যবধান নিয়ে লিগে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস। তবে শুরুতেই বুঝিয়ে দিল এবার শিরোপা জিততেই লিগ খেলছেন কলিনড্রেসরা।

সর্বশেষ খবর