বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এরশাদের সুস্থতা কামনায় দোয়া মিলাদ

নিজস্ব প্রতিবেদক

এরশাদের সুস্থতা কামনায় দোয়া মিলাদ

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, আমার ভাইয়ের (এরশাদ) সঙ্গে কথা হয়েছে। ভাতিজা খালেদ তার সঙ্গে রয়েছেন। তিনি অনেক ভালো আছেন। ডাক্তাররা মনে করছেন, দ্রুতই তিনি দেশে ফিরে আসবেন। গতকাল দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এইচ এম এরশাদের সুস্থতা কামনায় কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম জয় এই দোয়া মাহফিলের আয়োজন করেন। বেশ কয়েকটি গরু ও খাসি জবাই করে উপস্থিত নেতা-কর্মীসহ দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। জি এম কাদের আরও বলেন, কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হুসেইন মুহম্মদ এরশাদ তার কর্ম দিয়েই মানুষের হৃদয় জয় করেছেন। তার আকাশচুম্বী জনপ্রিয়তা ইতিমধ্যেই প্রমাণ হয়েছে। জি এম কাদের সাবেক রাষ্ট্রপতির সুস্থতায় দেশবাসীর দোয়া কামনা করেছেন। বিশেষ অতিথির বক্তব্যে মসিউর রহমান রাঙ্গা বলেন, তিনি (এরশাদ) সিঙ্গাপুরে চিকিৎসাধীন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বনানীর আওয়ামী লীগ নেতা কাদের খান মাহফিলে যোগ দিয়ে বলেন, তার (এরশাদ) সময় দেশের মানুষ ছিল সবচেয়ে সুখী ও আনন্দিত। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায়। এর শুরু হয়েছে ১৯৯৬ সালে এরশাদ আওয়ামী লীগকে সমর্থন দেওয়ায়। তিনি সেদিন বিএনপিকে সমর্থন দিলে বিএনপি ক্ষমতায় যেত।

সংরক্ষিত আসনের জন্য পার্লামেন্টারি বোর্ড গঠন : জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদেরকে চেয়ারম্যান এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সদস্য সচিব করে পার্টির পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয়েছে।

সর্বশেষ খবর