শুক্রবার, ২৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
অসচেতন চালক যাত্রী পথচারী

ট্রাফিক শৃঙ্খলা পক্ষের মধ্যেও নানা অনিয়ম

নিজস্ব প্রতিবেদক

ট্রাফিক শৃঙ্খলা পক্ষের মধ্যেও নানা অনিয়ম

ট্রাফিক শৃঙ্খলা পক্ষের গতকাল দশম দিনেও রাজধানীতে চোখে পড়েছে নানা অনিয়ম। সকাল থেকে সড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করতে দেখা গেছে রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউট সদস্যদের। তবে যেখানে-সেখানে গাড়ি পার্কিং, যাত্রী ওঠা-নামা, পথচারীদের জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ ব্যবহার না করার দৃশ্য ছিল আগের মতোই।

গত ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া ট্রাফিক পক্ষ শেষ হবে আগামী ৩১ জানুয়ারি। সরেজমিন দেখা গেছে, গতকাল বেলা ১১টায় রামপুরা-মালিবাগ সড়কে ছিল গণ পরিবহনে চরম বিশৃঙ্খলা। যেখানে সেখানে গাড়ি থামিয়ে চলছিল যাত্রী ওঠা-নামা। এ ছাড়া রাস্তার ওপর গাড়ি পার্কিং এবং মালামাল ওঠা-নামাও ছিল সমানতালে। ফলে ওই সড়কে দেখা ছিল কৃত্রিম যানজট। রামপুরা বাজার ট্রাফিক সিগন্যালের আগে প্রায় প্রতিটি গাড়ি থানানো হচ্ছিল জেব্রা ক্রসিংয়ের ওপর। বাধ্য হয়ে পথচারীরা রাস্তার ভিন্ন পয়েন্ট দিয়ে রাস্তা পারাপার করেন। রাজধানীর আরেকটি ব্যস্ততম ট্রাফিক সিগন্যাল পয়েন্ট বাংলামোটর মোড়ে রয়েছে একটি ফুটওভার ব্রিজ। তবে তা এড়িয়ে ঝুঁকি নিয়েই নিচ দিয়ে বেশি পার হচ্ছিলেন পথচারীরা। এ ছাড়া এখানে দুপুর ১টার দিকে জেব্রাক্রসিংয়ের ওপরেও যানবাহন থামতে দেখা গেছে। ফলে পথচারীরা সেটি নির্বিঘ্নে ব্যবহার করতে পারেননি। খানেকটা দূরে সোনারগাঁও ক্রসিংয়েও ছিল ব্যস্ততম এবং ঝুঁকিপূর্ণ। এখানে নেই কোনো ফুটওভার ব্রিজ। আন্ডারপাস থাকলেও পথচারীদের বেশিরভাগকেই ঝুঁকি নিয়ে দৌড়ঝাঁপ করে সড়ক দিয়ে পারাপার হতে দেখা গেছে। আইন মানা, অনিয়মে মামলা দেওয়া ও নিয়ম মেনে সড়কে পথচারীদের হাঁটার বাধ্যবাধকতাসহ ১২টি কার্যক্রম নিয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করে ট্রাফিক পুলিশ। তবে পথচারী ও চালকদের অধিকাংশই ট্রাফিক আইন মেনে চলছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর