রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ঐক্যফ্রন্টকে ২ ফেব্রুয়ারি গণভবনে দাওয়াত প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্যফ্রন্টকে আগামী ২ ফেব্রুয়ারি গণভবনে চা-চক্র ও শুভেচ্ছা বিনিময়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বিকাল ৩টায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের গণভবনে যেতে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষর করেন। আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমি ও আমাদের  নেতা এস এম আকরাম আমন্ত্রণপত্র পেয়েছি। কিন্তু দাওয়াতে জাতীয় ঐক্যফ্রন্ট যাবে কি না এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’ জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বলেন, ‘আমরা দাওয়াত কার্ড পেয়েছি। তবে সেটা কিসের দাওয়াত, কী জন্য দাওয়াত দেওয়া হয়েছে তা জানি না। তবে গণভবন থেকে কোনো ফোন করা হয়নি।’ জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির একাধিক সদস্য জানান, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাওয়াত কার্ড পেয়েছেন। এ দাওয়াতে যাওয়া না যাওয়ার বিষয়ে স্টিয়ারিং কমিটির  বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্টসহ ৭৫টি রাজনৈতিক দলকে গণভবনে সংলাপের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। এবারও সংলাপে অংশ নেওয়া ওইসব দলকেই চা-চক্রের আমন্ত্রণ জানানো হচ্ছে।

সর্বশেষ খবর