রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কিশোরগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে যুবলীগ নেতা এ কে এম ইউসুফ মণিকে (৩৮) সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। গুরুতর আহত হয়েছেন মণির ছোট ভাই কিশোরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইয়াকুব সুমন। সন্ত্রাসীরা তাদের বাড়িঘরেও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে।

জানা গেছে, গত শুক্রবার রাত ৯টার দিকে শহরের রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ মণি শহরের আখড়াবাজার এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রথখোলার একটি জমিসংক্রান্ত বিরোধের জেরে একদল মুখোশধারী সন্ত্রাসী পৌর কাউন্সিলর ইয়াকুব সুমনের ওপর হামলা চালায়। এ সময় তার বড় ভাই ইউসুফ মণি তাকে রক্ষা করতে গেলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১১টার দিকে চিকিৎসক ইউসুফ মণিকে মৃত ঘোষণা করেন। ইয়াকুব সুমন চিকিৎসাধীন রয়েছেন। ইউসুফ মণির ছোট ভাই এ কে এম ইউনুস রোমান বলেন, রথখোলার একটি বিল্ডিংয়ের মালিকের কাছে কিছু চিহ্নিত সন্ত্রাসী চাঁদা দাবি করে আসছিল। প্রায় এক সপ্তাহ আগে তার ছোট ভাই ইয়াকুব সুমন বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু সন্ত্রাসীরা মীমাংসা না মেনে তার ভাইয়ের ওপর হামলা চালিয়েছে। পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে যুবলীগ নেতা মণি ও পৌর কাউন্সিলর সুমন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসকরা মণিকে মৃত ঘোষণা করেন। পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ তিনজনসহ বেশ কয়েকজনকে আটক করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর