রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চাপের মুখে পিছু হটলেন ট্রাম্প

প্রতিদিন ডেস্ক

চাপের মুখে পিছু হটলেন ট্রাম্প

অবশেষে অবসান হয়েছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ প্রশাসনিক অচলাবস্থার। মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ না পেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে কেন্দ্রীয় সরকার সাময়িকভাবে চালু করতে রাজি হয়েছেন। সূত্র : বিবিসি, রয়টার্স। স্থানীয় সময় গত শুক্রবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দুপুরে দেওয়া ভাষণে সমঝোতার কথা ঘোষণা দেন

ট্রাম্প। সন্ধ্যায় সিনেট ও প্রতিনিধি পরিষদ পরিকল্পনাটি কণ্ঠভোটে পাস করে। পরে উভয় কক্ষই মুলতবি ঘোষণা করা হয়। সমঝোতার ঘোষণায় ট্রাম্প বলেন, ‘শক্তিশালী দেওয়াল বা স্টিলের ব্যারিয়ার নির্মাণের বাইরে সত্যিই আমাদের আর কোনো উপায় নেই। কংগ্রেস যদি কোনো যথাযথ চুক্তিতে পৌঁছাতে না পারে তাহলে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সরকার আবারো অচলাবস্থায় পড়বে। অথবা আমি এই জরুরি পরিস্থিতি মোকাবিলায় আইন ও যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রদত্ত ক্ষমতা ব্যবহার করব।’ বিশ্লেষকরা বলছেন, ৩৫ দিন একটানা কর্মবন্ধের পর যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কাজকর্ম আবার শুরু হয়েছে। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কর্মবন্ধ সমাপ্ত ঘোষণা করে এক আইনে সই করেছেন। ট্রাম্পের এই নতি স্বীকারে স্বভাবতই জয়ী হয়েছেন ডেমোক্র্যাটরা। এত দিন প্রেসিডেন্ট ট্রাম্প বলে এসেছেন, মেক্সিকোর সঙ্গে দেওয়ালের জন্য ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার বরাদ্দ না করা হলে তিনি ফেডারেল সরকারের একাংশের কর্মবন্ধ বা শাটডাউন বন্ধে কোনো প্রস্তাবে সই করবেন না। চাপের মুখে মত বদলে দুই দিন আগে তিনি বলেন, এই মুহূর্তে পুরো পাঁচ বিলিয়ন না হলেও চলবে, কিন্তু বড় অঙ্কের আগাম বরাদ্দ যা ট্রাম্পের ভাষায় ‘ডাউন পেমেন্ট’ তার চাই-ই চাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর