বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রশ্ন ফাঁস ঠেকাতে তৎপর র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

প্রশ্ন ফাঁস ঠেকাতে তৎপর র‌্যাব

এসএসসি পরীক্ষা সামনে রেখে প্রশ্ন ফাঁসকারী চক্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। তিনি বলেছেন, প্রশ্ন ফাঁস রোধে তৎপর র‌্যাব, গোয়েন্দা নজরদারির পাশাপাশি সাইবার প্যাট্রোলিং এবং আন্ডারকভার অপারেশন চলমান রয়েছে। দু-এক দিনের মধ্যেই এর ফলাফল দেখা যাবে। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জাহাঙ্গীর আলম, জামিল আহমেদসহ র‌্যাবের বিভিন্ন পর্যায়ের অধিনায়ক ও পরিচালকরা। র‌্যাব মহাপরিচালক এ সময় আরও বলেন, যে কোনো সরকারি পরীক্ষা এলেই প্রশ্নপত্র ফাঁসের মতো বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ ধরনের অপচেষ্টা রোধে সরকারের নানা পদক্ষেপের সঙ্গে র‌্যাবও যুক্ত হয়। সবার সার্বিক তৎপরতায় গত বছর এ হুমকি নস্যাৎ করতে পেরেছি। এবারও এ সংগ্রামে আমরা সামনে থাকব। গত বছর কয়েকজন শিক্ষককে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছিল, তাদের আমরা শিক্ষক প্রতিনিধি বলে মনে করি না। আশা করব, এ ধরনের অপকর্মে শিক্ষকরা জড়িত হবেন না। কোনো ছাত্র-ছাত্রীও প্রশ্নফাঁসের পেছনে দৌঁড়াদৌঁড়ি করবেন না।

সর্বশেষ খবর