রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সিটি নির্বাচনে পাঁচ জনের মনোনয়নপত্র বৈধ, শাফিন বাদ

নিজস্ব প্রতিবেদক

ঋণখেলাপির অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামসহ পাঁচজনের মনোনয়নপত্র। দুই সিটির কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে বৈধ প্রার্থী ৩৭৯ জন। আর ১৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। গতকাল যাচাই-বাছাইয়ে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামসহ বাকি পাঁচজনের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। খেলাপি ঋণের কারণে শাফিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, উত্তরে কাউন্সিলর পদে ১৬৭ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে সাতজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ১৬০ জন। আর সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন জমা দিয়েছিলেন। বাদ পড়েছেন একজন। আর বৈধ প্রার্থী হয়েছেন ৪৫ জন। শাফিনের মনোনয়নপত্র বাতিল হলেও ক্ষমতাসীন দলের প্রার্থী আতিকুল ইসলাম, পিডিপির শাহীন খান, এনডিএমের ববি হাজ্জাজ, এনপিপির আনিসুর রহমান দেওয়ান ও স্বতন্ত্র মোহাম্মদ আবদুর রহিমের মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তিন দিনের মধ্যে বিভাগীয় কমিশনারের কাছে আপিলের সুযোগ রয়েছে। প্রার্থিতা বাতিলের প্রতিক্রিয়ায় শাফিন সাংবাদিকদের বলেন, ‘এটা ইসির অযৌক্তিক সিদ্ধান্ত। আমার সিআইবি রিপোর্ট ক্লিয়ার। আমি কোথাও খেলাপি নই। এর পরও কীভাবে আমাকে বাদ দেওয়া হলো? আমি অবশ্যই এর বিরুদ্ধে আপিল করব।’ দক্ষিণ সিটির রিটার্নিং অফিসার ও ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিবউদ্দিন ম ল বলেন, কাউন্সিলর পদে ১৫৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে বাদ পড়েছেন আটজন। এখন বৈধ প্রার্থীর সংখ্যা ১৪৯ জন। সংরক্ষিত কাউন্সিলর পদে ২৫ মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট স্থানীয় সরকারের এই নির্বাচন বর্জন করেছে। নির্বাচনে অংশ নিচ্ছে না বাম গণতান্ত্রিক জোটও। এর মধ্যেই সব মিলিয়ে ২৫ জন এই নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র নিয়েছিলেন। তবে জমা দিয়েছেন এর এক-চতুর্থাংশ। এখন টিকে থাকলেন পাঁচজন। ঢাকা উত্তরে মেয়র পদে উপনির্বাচনের সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণের নতুন ৩৬টি ওয়ার্ডেও ভোট হবে ২৮ ফেব্রুয়ারি। ঢাকা উত্তরে ৯ ও ২১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদেও উপনির্বাচন হবে একই দিন।

সর্বশেষ খবর