সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

একেবারে কোটা পদ্ধতি বাতিল সমর্থন করা যায় না

নারায়ণগঞ্জ প্রতিনিধি

একেবারে কোটা পদ্ধতি বাতিল সমর্থন করা যায় না

সুলতানা কামাল

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, ‘কোটা পদ্ধতি একেবারে বাতিল করে দেওয়াটা সমর্থন করা যায় না।’ তিনি বলেন, ‘এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। আমরা সেসব মানুষের সু-উত্তরাধিকারী। সু-উত্তরাধিকারীর কর্তব্য হচ্ছে তার উত্তরাধিকারকে সমৃদ্ধ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, তাকে বেচে খাওয়া নয়। আমরা যেন মুক্তিযুদ্ধকে বেচে না খেয়ে সেটাকে আরও সমৃদ্ধ করি এবং নিজেদের মুক্তিযুদ্ধের সু-উত্তরাধিকারী হিসেবে প্রতিষ্ঠা করি।’ গতকাল নারায়ণগঞ্জের রণদাপ্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘মানবাধিকার, সংবিধান এবং বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তৃকালে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। সুলতানা কামাল বলেন, মানবাধিকারের মূল কথাটাই হচ্ছে, প্রতিটি মানুষ তার পরিচয় নির্বিশেষে শঙ্কামুক্ত জীবনযাপন করবে। নিরাপদে থাকবে। তার কর্মঘণ্টার অযথা অপচয় হবে না। তাকে কোনো দুর্নীতির মধ্য দিয়ে জীবনযাপন করতে হবে না। তাকে কোনো রকম ভয়ভীতি ও অভাববোধের মধ্য দিয়ে জীবনযাপন করতে হবে না। মানুষ শান্তিতে থাকবে, স্বস্তিতে থাকবে, সম্মানের সঙ্গে থাকবে। নারীর চলাফেরার ক্ষেত্রে কোনো ভয় থাকবে না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মণীন্দ্র কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিস (আরপিএসইউটি) চেয়ারম্যান রাজীবপ্রসাদ সাহা। এসময় আরও উপস্থিত ছিলেন আরপিএসইউটির অন্যতম সদস্য শ্রীমতী সাহা, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যতম পরিচালক সম্পা সাহা, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রী মহাবীর পতি, আরপিএসইউর উপদেষ্টা আবু আলম মো. শহীদ খান প্রমুখ।

সর্বশেষ খবর