সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভারতে আছে একাধিক শহীদ মিনার

তানিয়া তুষ্টি

ভারতে আছে একাধিক শহীদ মিনার

ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, ঝাড়খন্ড ও ছত্তিশগড়ের বিভিন্ন জনপদে ১৯৫২ সালে আমাদের ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার সগৌরবে মাথা তুলে রয়েছে। কলকাতার ময়দানে শহীদ মিনার নির্মিত হয় ভাষা আন্দোলনের অনেক আগে। নির্মাণ করেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমান্ডার মেজর জেনারেল স্যার ডেভিড অক্টারলোনি। একসময় এটি অক্টারলোনি মনুমেন্ট নামে পরিচিত ছিল। মূলত গুর্খা আন্দোলনের (১৮১৪-১৬) বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য এটি নির্মাণ করা হয়। ১৯৬৯ সালের ৯ আগস্ট বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারীদের স্মরণে পুনঃনামকরণ করা হয় শহীদ মিনার। এর উচ্চতা ৪৮ মিটার বা ১৫৭ ফুট। বাংলা ভাষার শহীদদের স্মরণে ২০১১ সালে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে নির্মিত হয় আরেকটি শহীদ মিনার। ২৫০ বর্গফুট জায়গাজুড়ে ১১ ফুট উচ্চতায় গড়া হয়েছে এই শহীদ মিনার। কলকাতার বাংলাদেশের উপ-দূতাবাস প্রাঙ্গণেও নির্মিত হয়েছে শহীদ মিনার। কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে এটি তৈরি করতে ব্যয় হয় প্রায় দেড় লাখ রুপি। এ স্মারকটির ভিত্তি ৩ ফুট ও উচ্চতায় ১১ ফুট। এ ছাড়া পশ্চিমবঙ্গে আরও দুটি ভাষা শহীদ মিনার রয়েছে। এর একটি হলদিয়ায়, অন্যটি চন্দননগরে। ১৯৬১ সালে বাংলা ভাষার মর্যাদা রক্ষার আন্দোলনে শহীদদের স্মরণে আসামের শিলচরে আরেকটি শহীদ মিনার নির্মিত হয়েছে। ১৯৯৯ সালে বাংলা ভাষার শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পাওয়ার পর থেকে আগরতলা, আসাম, মেঘালয়, ঝাড়খন্ড, ছত্তিশগড় রাজ্যের বিভিন্ন জনপদেও নির্মিত হয়েছে শহীদ মিনার।

সর্বশেষ খবর