মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আরও মিয়ানমার নাগরিক অনুপ্রবেশের অপেক্ষায়

বান্দরবান প্রতিনিধি

টেকনাফ, উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের অনুপ্রবেশের পর বান্দরবানের রুমা সীমান্ত দিয়ে রাখাইন খুমি ও বম নাগরিকদের বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে মিয়ানমার। আরাকান আর্মি দমনের নামে সীমান্ত এলাকায় মিয়ানমারের সেনাবাহিনী হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করে চলেছে। আতঙ্কে রুমা উপজেলার চৈক্ষং এলাকার ওপারে মিয়ানমারের দুই শতাধিক নাগরিক অপেক্ষা করছে বাংলাদেশে অনুপ্রবেশের জন্য। গতকাল ভোররাত থেকে তারা রুমা উপজেলার চৈক্ষং এলাকার কাছাকাছি এসে অবস্থান নেয়। জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম জানান, দুই দেশের জিরো পয়েন্টের কাছে খুমি পরিবারের ৪৮ জন ও রাখাইন পরিবারের ২৩ জন সদস্য অবস্থান করছেন।

সর্বশেষ খবর