শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

উল্লেখযোগ্য অভিযোগের বিচার করতে হবে

ড. ইফতেখারুজ্জামান

উল্লেখযোগ্য অভিযোগের বিচার করতে হবে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ব্যাংকিং খাতের মূল সমস্যা ঋণ খেলাপ ও জালিয়াতি। এ বোঝাটা এখন পুরোপুরি ব্যাংকিং খাতের ওপর গিয়ে পড়েছে। দেশের আর্থিক খাতের জন্য সার্বিকভাবে এ পরিস্থিতি উদ্বেগজনক। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি টেলিফোনে এ কথা বলেন। ড. ইফতেখারুজ্জামান বলেন, ব্যাংক খাতে ঋণ খেলাপ ও জালিয়াতির সঙ্গে জড়িতদের সম্পর্কে বলা যায়, তাদের একটি বড় অংশ ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট। তারা ক্রমাগতভাবে রাষ্ট্রক্ষমতার গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। উল্লেখযোগ্য ঘটনা বা অভিযোগের বিচার করতে হবে। তিনি বলেন, এর থেকে উত্তরণের জন্য যারা এসবের সঙ্গে জড়িত, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। দু-একটি উল্লেখযোগ্য ঘটনা বা অভিযোগের কথা যদি বলা যায়, যেমন বেসিক ব্যাংকের ঘটনা। এটা নিয়ে সরকারের কাছে বা বাংলাদেশ ব্যাংকেরও সুস্পষ্ট তথ্য ছিল। তার পরও যারা মূল হোতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। এরকম বিষয়গুলো যদি চলতে দেওয়া হয়, তাহলে বিশৃঙ্খলা বা উৎকণ্ঠা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ঋণ খেলাপ ও জালিয়াতির সঙ্গে যারা জড়িত তারা এভাবে প্রভাব সৃষ্টি করে, ঋণ খেলাপ করে পার পেয়ে যাচ্ছে। তারা বিচারহীনতা বা ন্যায়বিচারহীনতার সুযোগ উপভোগ করে। ফলে বোঝাটা পুরোপুরি ব্যাংকিং খাতের ওপর পড়েছে। এটি আসলে একটি উদ্বেগজনক পরিস্থিতি।

সর্বশেষ খবর