শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন

মেজবাহ্-উল-হক

কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন

৬১ বলে ১৪১ রানের মহাকাব্যিক ইনিংস খেলার নায়ক তামিম ইকবাল -রোহেত রাজীব

‘ফাইনাল’ হলো ঠিক ফাইনালের মতোই! দুই ইনিংস মিলে ছক্কা-চারের হাফ সেঞ্চুরি। কালতালীয়ভাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস উভয় দলই ইনিংসে ১২টি করে ছক্কা ও ১৩টি করে বাউন্ডারি হাঁকিয়েছে। ১৪১ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন তামিম ইকবাল। ছক্কা-চারের ফুলঝুড়ির ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে ১৭ রানে হারিয়ে বিপিএলে দ্বিতীয় শিরোপা জেতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হাইলাইটসের আমেজে মনোমুগ্ধকর ফাইনাল দেখে যেন আনন্দচিত্তে ঘরে ফেরেন দর্শকরা। তামিম সেঞ্চুরি করেন মাত্র ৫০ বলে। শেষ পর্যন্ত ব্যাট করে ৬১ বলে করেন অপরাজিত ১৪১ রান। ড্যাসিং ওপেনারের ইনিংসে ছিল ১১ ছক্কার সঙ্গে ১০ বাউন্ডারি। তামিমের দিনে প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রানের পাহাড়সম স্কোর করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮২ রানে আটকে যায় ঢাকা। যে চার তারকার ব্যাটে ভর করে ডায়নামাইটস ফাইনালে পৌঁছে, সেই সাকিব, রাসেল, পোলার্ড, নারিন একসঙ্গে ব্যর্থ হয়েছেন। গতকাল চার তারকার মোট রানের যোগফল ছিল মাত্র ২১। তারপরও শেষ পর্যন্ত ঢাকা লড়াই করেছে রনি তালুকদার ও উপুল থারাঙ্গার ব্যাটে ভর করে। রনি মাত্র ৩৮ বলে করেন ৬৬ রান, থারাঙ্গা ২৭ বলে করেন ৪৮। ব্যাট হাতে মহাকাব্যিক ইনিংসের পর কাল দুর্দান্ত দুটি ক্যাচ নিয়েছেন তামিম। অবধারিতভাবেই ম্যাচসেরা এই ড্যাসিং ওপেনার। আর সিরিজ সেরা হয়েছেন সাকিব আল হাসান। এবারের আসরে একটা সময় রান খরায় ভুগছিলেন তামিম। তিন তিনটি ইনিংসে তিনি রানের খাতাই খুলতে পারেননি। সেই তামিমই শেষ ম্যাচে বাজিমাত করে দিলেন। ‘ম্যান অব দ্য ফাইনাল’ পুরস্কার হাতে তামিম বলেন, ‘ফাইনাল ম্যাচের জন্য আমি সেরাটা তুলে রেখেছিলাম।’ টানা দুই আসরে ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারায় হতাশ ঢাকা ডায়নামাইটস। ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘তামিম অসাধারণ খেলেছে। শেষ তিন আসরে প্রতিবারই আমরা ফাইনাল খেলেছি। কিন্তু শিরোপা জিতেছি মাত্র একবার।’ বন্ধু তামিমের অতিমানবীয় পারফরম্যান্সে ঢাকা হারায় সাকিবের কষ্ট পাওয়াই স্বাভাবিক। তবে সবচেয়ে বেশি খুশিও তারই হওয়ার কথা। একদিন পরেই যে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দিচ্ছেন। এমন বিস্ফোরক তামিম দলে পাওয়া তো কম আনন্দের নয়!

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর