শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সংরক্ষিত নারী আসনেও চমক, ৪১ জনের নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

মন্ত্রিসভার মতো সংরক্ষিত আসনেও দলীয় প্রার্থী তালিকায় চমক দেখালেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃণমূলের দীর্ঘদিনের পরীক্ষিত ত্যাগী, জোট সরকারের আমলে নির্যাতনের শিকার, ১/১১ সময়ের রাজপথের পরীক্ষিত ত্যাগী নারী, গ্রেনেড হামলায় আহত এবং দলের জন্য আত্মত্যাগকারী পরিবারের সদস্যদের স্থান দেওয়া হয়েছে এবারের মনোনয়নের তালিকায়। এবার মনোনয়নপত্র তোলায় গ্লামার জগতের নায়িকাদের ভিড় থাকলেও প্রবীণ এক অভিনেত্রীকে বেছে নেওয়া হয়েছে। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের প্রাপ্য ৪৩টি আসনের মধ্যে ৪১ জনের নাম ঘোষণা করা হয়েছে। ৪১ জনের মধ্যে ৩৯ জনই নতুন মুখ। গতকাল বিকালে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বিকালে গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও কমিটির সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রশিদুল আলম, কাজী জাফরউল্লাহ, আবুল হাসানাত আবদুল্লাহ, ড. আবদুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান, রমেশ চন্দ্র সেন, মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও উপ-দফতর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের জানান, কুমিল্লা থেকে আনজুম সুলতানা, বরগুনা থেকে সুলতানা নাদিরা, জামালপুর থেকে মিসেস হোসনে আরা, গাজীপুর থেকে রুমানা আলি, ব্রাহ্মণবাড়িয়ার উম্মে ফাতেমা নাজমা বেগম, নেত্রকোনার হাবিবা রহমান খান শেফালী, পিরোজপুরের শেখ এ্যানি রহমান, টাঙ্গাইলের অপরাজিতা হক, সুনামগঞ্জের শামীমা আক্তার খানম, গাজীপুরের শামসুন্নাহার ভূঁইয়া, মুন্সীগঞ্জের ফজিলাতুন নেসা, নীলফামারীর রাবেয়া আলীম, নরসিংদীর তামান্না নুসরাত বুবলী, গোপালগঞ্জের নার্গিস রহমান, ময়মনসিংহের মনিরা সুলতানা, ঢাকার নাহিদ ইজহার খান, ঝিনাইদহের খালেদা খানম, বরিশালের সৈয়দা রুবিনা মিরা, চট্টগ্রামের ওয়াসিকা আয়শা খান, পটুয়াখালীর কাজী কানিজ সুলতানা, খুলনার ঝর্ণা সরকার, ঢাকার সুবর্ণা মোস্তাফা, দিনাজপুর থেকে জাকিয়া তাবাসসুম, নোয়াখালীর ফরিদা খানম সাকী, খাগড়াছড়ির বাসন্তী চাকমা, কক্সবাজারের কানিজ ফাতেমা আহমেদ, ফরিদপুরের রুশেনা বেগম, কুষ্টিয়ার সৈয়দা রাশিদা বেগম, মৌলভীবাজারের সৈয়দা জোহরা আলাউদ্দিন, রাজশাহীর আনজুম মিতা, কুমিল্লার আরমা দত্ত, খুলনার শিরিনা নাহার, চাঁদপুরের ফেরদৌসী ইসলাম জেসী, শরীয়তপুরের পারভীন হক সিকদার, রাজবাড়ীর নুসরাত, ঢাকার শবনম জাহান শিলা, চট্টগ্রামের খাদিজাতুল আনোয়ার, নেত্রকোনার জাকিয়ার পারভীন খানম, মাদারীপুরের তাহমিনা বেগম, ঢাকার শিরীন আহমেদ ও জিন্নাতুল সংরক্ষিত আসনে মনোনীত হয়েছেন। এর মধ্যে পুরনোদের মধ্যে রয়েছেন মুন্সীগঞ্জের ফজিলাতুন নেসা ও চট্টগ্রামের ওয়াসিকা আয়শা খান। বাকি সব নতুন মুখ। এর মধ্যে জেলার নেত্রীরাই বেশি স্থান পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা মোশাররফ হোসেন রাজার স্ত্রী ও ১/১১ দুঃসময়ে রাজপথের সৈনিক বরিশালের মেয়ে রুবিনা আকতার মিরা ও নরসিংদীর জনপ্রিয় মেয়র লোকমানের স্ত্রী তামান্না নুসরাত বুবলীকে দলীয় প্রার্থী মনোনীত করা অন্যতম মূল্যায়ন হিসেবে দেখছেন কেউ কেউ। অভিনেত্রীদের অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করলেও স্থান পেয়েছেন একুশে পদকপ্রাপ্ত প্রবীণ অভিনেত্রী সুবর্ণা মোস্তাফা।

দলীয় সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণ করে আওয়ামী লীগ। এবার সংরক্ষিত নারী আসনে এমপি হতে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন ১৫১০ জন।

সর্বশেষ খবর