বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ঢাকা-ওয়াশিংটন জোরদার সম্পর্ক

ঝিনাইদহ প্রতিনিধি

ঢাকা-ওয়াশিংটন জোরদার সম্পর্ক

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কার্ল রবার্ট মিলার বলেছেন, আমেরিকা ও বাংলাদেশের জোরদার অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। যার প্রধান মাধ্যম হচ্ছে কৃষি। গতকাল সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরিনাথপুর গ্রামে ভুট্টা খেত পরিদর্শন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশে উৎপাদিত ভুট্টা বিশ্বমানের। আমেরিকা ও বাংলাদেশের পার্টনারশিপের মাধ্যমে বিশ্বমানের এই ভুট্টার উৎপাদন আরও বাড়াতে হবে। তিনি বলেন, আমেরিকা কঠোর পরিশ্রমের মাধ্যমে কৃষির উন্নয়ন করছে। আর বাংলাদেশের কৃষকরাও যথেষ্ট পরিশ্রমী। তারাও তাদের শ্রম দিয়ে কৃষির আরও উন্নয়ন ঘটাবে। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে আরও সহযোগিতায় এগিয়ে আসবে আমেরিকা।

সর্বশেষ খবর