শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শেখ হাসিনার চিঠি, মোদিকে সমবেদনা

নয়াদিল্লি প্রতিনিধি

কাশ্মীরের পুলওয়ামাতে ৪০ জন ভারতীয় নিরাপত্তা কর্মীকে হত্যার প্রতিবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে সমবেদনা ও ক্ষোভ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার রাতে তার বার্তা দিল্লির হাইকমিশন সাউথ ব্লকে পৌঁছে দেয়। জার্মানি থেকে প্রধানমন্ত্রী হাসিনা এই বার্তায় লিখেছেনÑ ‘বাংলাদেশ সব সময়েই সব ধরনের সন্ত্রাসবাদের বিপক্ষে। এবং এই বিপদকে শূন্য সহ্য করার পক্ষে। সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য বাংলাদেশ ভারতসহ আন্তর্জাতিক দুনিয়ার সহযোগী।’

তিনি এও লিখেছেন যে, ‘আমি আমার ব্যক্তিগত এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা           করছি। বাংলাদেশের সরকার এবং জনতা এই দুঃখের সময়ে আপনাদের পাশে আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর