শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইসির ইমামতিতে গণতন্ত্রের কবর

নিজস্ব প্রতিবেদক

ইসির ইমামতিতে গণতন্ত্রের কবর

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নির্বাচন কমিশনের ইমামতিতে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। গণতন্ত্রের কবর হলে কী হয়, দুই মাসের মধ্যে তার চিত্র ফুটে উঠেছে। বেগম খালেদা জিয়া সরকারদলীয় বিচারব্যবস্থায় সুবিচার পাবেন না। তাঁকে জনগণের রায়ের জন্য অপেক্ষা করতে হবে। সম্মিলিত আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তাহলেই তিনি মুক্তি পাবেন।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামে এক সংগঠনের উদ্যোগে খালেদা জিয়াসহ দলের নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি এ কথা বলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজ মানুষ সম্মেলন করার অনুমতি পাচ্ছে না। তাই সব রাজনৈতিক দল একত্রিত হয়ে রাস্তায় নামা ছাড়া গণতন্ত্র মুক্তি পাবে না। আমি সব দলকে আহ্বান জানাচ্ছি, ছোটখাটো ভুলভ্রান্তি ভুলে গিয়ে একত্রিত হয়ে রাস্তায় নামুন।’ সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জিনাফ সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার, মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর