বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নাগরিকরা দায়িত্বশীল হলে সুন্দর ঢাকা সম্ভব

নিজস্ব প্রতিবেদক

নাগরিকরা দায়িত্বশীল হলে সুন্দর ঢাকা সম্ভব

যে দেশের মাটিতে ৩০ লাখ শহীদ শুয়ে আছেন; সেদেশের মাটিতে কীভাবে আমরা যত্রতত্র ময়লা ফেলি। আমরা যারা ঢাকায় থাকি তাদের দায়িত্ব আছে এই শহরের প্রতি। ঢাকাবাসীকে যদি তাদের অধিকার ও দায়িত্বশীলতা শেখাতে পারি তাহলে ঢাকাকে সুন্দর করা সম্ভব। চেষ্টা করলেই সবাই মিলে সুস্থ, সচল আধুনিক ঢাকা গড়তে পারব। গতকাল সকালে রাজধানীর লেকশোর হোটেলে ‘আগামী প্রজন্মের স্বপ্নের ঢাকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম এসব কথা বলেন। এরপর আতিকুল ইসলাম রাওয়া ক্লাবে পোশাক শিল্পের উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। সেখানে এই মেয়রপ্রার্থী বলেন, আমি নগরপিতা নয়, নগরবাসীর সেবক হতে চাই। সবাইকে নিয়ে যানজট, জলজটমুক্ত আধুনিক ঢাকা গড়তে চাই। যারা জনভোগান্তির জন্য দায়ী তাদের সরে যেতে হবে। একজনের জন্য ১০০ জনকে কষ্ট পেতে দেব না। আপনারা নির্দেশনা দিবেন, আমি কাজ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে নৌকা প্রতীক দিয়েছেন। মেয়র নির্বাচিত হলে কাজ দিয়ে সেই আস্থার প্রতিফলন ঘটাব।

এ সময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ নেতৃবৃন্দ ছাড়াও পোশাক শিল্পের বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রয়াত মেয়র আনিসুল হকের স্বপ্নের ঢাকার অসমাপ্ত কাজ শেষ করতে আতিকুল ইসলামের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন ও তার পক্ষে সবার কাছে ভোট প্রার্থনা করেন। ব্যবসায়ীরা বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশে গার্মেন্ট শিল্পে বড় আঘাত লেগেছিল। বিদেশিরা বাংলাদেশ থেকে পোশাক কিনতে অনাগ্রহ জানিয়েছিল। বিজিএমইএ সভাপতি হিসেবে আতিকুল ইসলাম তখন দক্ষতার সঙ্গে সেই পরিস্থিতি মোকাবিলা করে ফের পোশাক শিল্পকে দাঁড় করিয়েছিলেন।

সর্বশেষ খবর