শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সরকার দায় এড়াতে পারে না : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় সরকার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘চকবাজার ট্র্যাজেডিতে আহত-নিহতদের অধিকাংশই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য। তাদের সার্বিক সহযোগিতা সরকারকেই করতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ গতকাল দিনভর রাজধানীর সুপ্রিম কোর্ট বার কাউন্সিল মিলনায়তনে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের ‘অনিয়মের’ ওপর গণশুনানি শেষে সন্ধ্যা ৭টার দিকে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চকবাজার ট্র্যাজেডিতে ৯ আহতের পরিবারের সঙ্গে কথা বলেন এবং আহতদের আশু রোগমুক্তি কামনা করেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান উপস্থিত ছিলেন।

চকবাজারে অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকারের সর্বক্ষেত্রে ব্যর্থতা রয়েছে। আজকে সব জায়গায় মানুষ অকারণে জীবন হারাচ্ছে। এর কারণ সরকারের দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনা। এই সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ। রাষ্ট্র সঠিকভাবে পরিচালনার সদিচ্ছা তাদের নেই। তারা যেকোনো ভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। জনগণের প্রতি এই সরকারের  কোনো দায়বদ্ধতা নেই।’               

 

 

সর্বশেষ খবর