শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দগ্ধ ৯ জনকে নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার চকবাজারে চুড়িহাট্টায় অগ্নিদগ্ধ ৯ জনের কেউই শঙ্কামুক্ত নন। গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, চিকিৎসাধীন নয়জনের কারও অবস্থাই ভালো নয়। সবাইকে আইসিইউতে স্থানান্তরের চিন্তা করা হচ্ছে। এরই মধ্যে ৫ জনকে আইসিইউতে ভর্তি করাও হয়েছে। 

চিকিৎসকরা জানান, প্রথম ৪৮ ঘণ্টা পর্যন্ত তাদের সম্পর্কে কিছুই বলা যাবে না। কেমিক্যাল বার্ন কোনো সময় সুপারফিশিয়াল বার্ন হয় না, কখনো ডিপ বার্ন হয়। এ রোগীদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে। জানা গেছে, আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের মধ্যে সোহাগের (২৫) শরীরের ৬০ শতাংশ, রেজাউলের (২১) ৫১ শতাংশ, জাকিরের (৩৫) ৩৫ শতাংশ, মোজাফফরের (৩২) ৩০ শতাংশ এবং আনোয়ারের (৫৫) ২৮ শতাংশ পুড়েছে। আর ওয়ার্ডে থাকা হেলালের (১৮) শরীরের ১৬ শতাংশ, সেলিমের (৪৪) ১৪ শতাংশ, মাহমুদুলের (৫২) ১৩ শতাংশ এবং সালাহউদ্দিনের (৪৫) ১০ শতাংশ পুড়েছে।         

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর