রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুরান ঢাকা থেকে সব কেমিক্যাল গোডাউন ও রাসায়নিক পদার্থ দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।

গতকাল চকবাজারের অগ্নিদুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, সরিয়ে নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন, সব ধরনের লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন। এখন পর্যন্ত কোনো ব্যাপারে কোনো গাফিলতি, কোনো অবহেলা হয়নি। সরকার সব ধরনের সহযোগিতা ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মিসিংদের খুঁজে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। তিনটির মতো তদন্ত কমিটি হয়েছে। তদন্তের কাজ শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওবায়দুল কাদের উল্লেখ করেন, ঝুঁকিপূর্ণ অবৈধ কেমিক্যালের যেসব গুদাম রয়েছে, এগুলো সরিয়ে ফেলার জন্য প্রধানমন্ত্রীর স্ট্যান্ডিং নির্দেশনা রয়েছে। সিটি করপোরেশন এরই মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। একটু ধৈর্য ধরতে হবে। তিনি বলেন, সাময়িক একটা ব্যবস্থা নিলেই এর কোনো সমাধান খুঁজে পাওয়া যাবে না। এ জন্য একটা সমন্বিত ব্যবস্থা নিতে হবে। এখন অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ এবং অবৈধ রাসায়নিক যে কাঠামো আছে, তা এখান থেকে সরিয়ে ফেলতে হবে- এ ব্যাপারে কোনো আপস নেই। কেমিক্যাল গোডাইন সরিয়ে বিকল্প কোনো ব্যবস্থা সরকার করবে কিনা- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বিকল্প চিন্তাভাবনা চলছে। এটি ঘনবসতিপূর্ণ ঘিঞ্জি এলাকা, এখানে কেমিক্যালের গোডাউন থাকাটা নিরাপদ নয়। এখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়াটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়বে। সরকারের বিকল্প চিন্তাভাবনা রয়েছে।

সর্বশেষ খবর