সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কথা রাখেনি মিয়ানমার

কূটনৈতিক প্রতিবেদক

কথা রাখেনি মিয়ানমার

রোহিঙ্গা সংকট সমাধানের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘আমাদের সঙ্গে মিয়ানমারের খুব সুসম্পর্ক। এবারও আমাদের আশা ছিল, তারা কথা রাখবে। কিন্তু এখনো তারা তাদের কথা ইমপ্লিমেন্ট করেনি। মিয়ানমারকেও বিশ্বাস করাতে হবে, রোহিঙ্গা সংকট যদি অনেক দিন বলবৎ থাকে, তাহলে তাদের জন্যও ক্ষতিকর হতে পারে।’ গতকাল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে ‘রোহিঙ্গা সংকট নিরসনে করণীয়’ শীর্ষক গ্র্যান্ড ফাইনাল বিতর্ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার সহযোগিতা করছে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই বিষয়টি সাহসিকতার সঙ্গে সমাধান করতে হবে।’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক চাপ প্রয়োজন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত মিয়ানমার সরকার এ বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি বরং প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।’ অনুষ্ঠানের সভাপতি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরন বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে, যা সারা বিশ্বে ইতিহাস হয়ে থাকবে।’ ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানের গ্র্যান্ড ফাইনালে অংশ নেয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর