বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আউট অব কন্ট্রোল হয়ে গেলে সবার জন্যই বিপদ

জুলকার নাইন

আউট অব কন্ট্রোল হয়ে গেলে সবার জন্যই বিপদ

তারিক এ করিম

ভারত-পাকিস্তান উত্তেজনা ‘আউট অব কন্ট্রোল’ হয়ে গেলে সবার জন্যই তা বিপদের বলে মনে করেন  ভারতে বাংলাদেশের সাবেক হাইকমিশনার তারিক এ করিম। গতকাল বাংলাদেশ প্রতিদিনের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। পাকিস্তানের অভ্যন্তরে ভারতের বিমান হামলার পরিপ্রেক্ষিতে তার এ মন্তব্য। তারিক এ করিম বলেন, উপমহাদেশে এ ধরনের ঘটনা সবাইকে অ্যাফেক্ট করে। ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো ধরনের যুদ্ধ বা যুদ্ধের মতো পরিস্থিতি বাংলাদেশের জন্য মোটেও ভালো নয়। যুদ্ধ শুধু ভারত ও পাকিস্তানেরই ক্ষতি করবে না, আমাদেরও করবে। তাই এ মুহূর্তে সবার একটু ঠা া মাথায় চিন্তা করে এগিয়ে যাওয়া দরকার। পরিস্থিতিকে আরও উত্তেজনায় না নিয়ে ঠানডা করা দরকার।

তিনি বলেন, অবশ্যই ভারতের পক্ষ থেকে হামলা চালানোর পেছনে যুক্তিযুক্ত কারণ আছে। জঙ্গিবাদীরা কাশ্মীরে যে হামলা চালিয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিছু একটা করা দরকার ছিল। জনগণও সেটাই চায়। আবার সামনে ভারতের নির্বাচনও আছে। হয়তো এটাও হামলায় কিছুটা অনুপ্রেরণা দিয়ে থাকতে পারে। কিন্তু এটা মানতে হবে যে, পরিস্থিতি যে কোনো সময় আউট অব কন্ট্রোলে চলে যেতে পারে। আর একবার আউট অব কন্ট্রোল হয়ে গেলে তা সবার জন্যই বিপদের হবে।

সর্বশেষ খবর