বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আলোচনায় বসার আহ্বান ইমরানের

আলোচনায় বসার আহ্বান ইমরানের

আকাশসীমা লঙ্ঘন করায় ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবির পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এতে আবারও সবকিছু শান্তিপূর্ণভাবে মীমাংসার জন্য ভারতকে আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘সন্ত্রাসবাদ নিয়ে ভারত আলোচনায় বসতে চাইলে তারা প্রস্তুত। দুই পক্ষ বসে আলোচনা করাই শ্রেয়। কারণ যুদ্ধ শুরু হলে দুই দেশের কোনো প্রধানমন্ত্রীর হাতেই আর পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ থাকবে না। যারা যুদ্ধ শুরু করে তারা নিজেরাও জানে না কোথায় গিয়ে থামবে।’ আর তাই আলোচনার পথকেই সমাধানের পথ হিসেবে মনে করছেন ইমরান খান। তিনি বলেন, ‘পুলওয়ামায় ওই ঘটনার পর আমরা (পাকিস্তান) ভারতকে শান্তির প্রস্তাব দিয়েছিলাম। আমি ওই সব পরিবারের (যারা পুলওয়ামার ঘটনায় পরিবারের সদস্যদের হারিয়েছে) যন্ত্রণা বুঝতে পারি। আমি সহিংসতার শিকার মানুষের বেদনা দেখেছি। আমরা ভারতকে প্রস্তাব দিয়েছিলাম যে, আমরা ওই ঘটনার তদন্ত করব। আমরা সহযোগিতা করতে চেয়েছিলাম এবং তা করার জন্য প্রস্তুতও ছিলাম।’ সূত্র :  রেডিও পাকিস্তান ও ডন

সর্বশেষ খবর