শুক্রবার, ১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ভোটার না আসার দায় রাজনৈতিক দলের : সিইসি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটির নতুন ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদের নির্বাচনে ভোটার কম উপস্থিতির দায় রাজনৈতিক দল ও প্রার্থীদের বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার      কে এম নূরুল হুদা। গতকাল সকাল সাড়ে ১০টায় উত্তরার ৫ নম্বর সেক্টরে আইইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে সিইসি সাংবাদিকদের এ কথা বলেন। ভোট দেওয়ার পর তিনি বলেন, ভোটকেন্দ্রে ভোটার না আসার দায় রাজনৈতিক দলগুলোর এবং প্রার্থীদের। এ দায় নির্বাচন কমিশনের নয়। তিনি বলেন, আমি আগেই বলেছি, দুটি কারণে ভোটার উপস্থিতি কম থাকতে পারে। একটি হচ্ছে স্বল্প সময়ের জন্য এই নির্বাচন, এক বছর পরে আবার নির্বাচন হবে- সেজন্য কম হতে পারে। আর সব রাজনৈতিক দল অংশ না নেওয়ায় ভোটাররা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে না ভাবায় উপস্থিতি কম হতে পারে। সিইসি বলেন, আমরা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দিই। রাজনৈতিক দলগুলো কিংবা প্রার্থীদের ভোটার নিয়ে আসতে হয়। আমরা বলে দিই পরিবেশ সুষ্ঠু আছে, সবকিছু নিরাপদ আছে এবং সবাই ভোট দিতে আসতে পারে। নির্বাচন ব্যবস্থায় কোনো ত্রুটি নেই। পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করে দিয়েছি। কোনো ত্রুটি আছে বলে আমরা মনে করছি না।

সর্বশেষ খবর