রবিবার, ৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা
বিস্ময়কর ফলাফল ঢাকা সিটি ভোটে

কোনো কেন্দ্রে ৩, কোনোটাতে ৫ আবার কোথাও ৮৪.৮১ শতাংশ

গোলাম রাব্বানী

ঢাকা উত্তর সিটি মেয়র পদে উপনির্বাচনে ভোটের ফলাফলে বিস্ময়কর তথ্য মিলেছে। এ নির্বাচনে কোনো ভোটকেন্দ্রে মাত্র ৩টি ভোট পড়েছে। কোনোটাতে ভোট পড়েছে ৫টিও। আবার কোথাও অস্বাভাবিকভাবে ভোট পড়েছে ৮৪.৮১ শতাংশ। নির্বাচন কমিশনের কেন্দ্রভিত্তিক ভোটের ফলাফল বিশ্লেষণ করে এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

দেখা গেছে, এ সিটির ১২৯৫ কেন্দ্রের মধ্যে ১ ভাগের কম ভোট পড়েছে ১০ কেন্দ্রে। ১ থেকে ৫ ভাগ ভোট পড়েছে ৩২ কেন্দ্রে। ৫ থেকে ১০ ভাগ ভোট পড়েছে ৪০ কেন্দ্রে। ২০ ভাগের নিচে ভোট পড়েছে ২০৬ কেন্দ্রে। ৩২২টি কেন্দ্রে ৩০ শতাংশের কম ভোট পড়েছে। এসব মিলিয়ে ৬২২টি ভোট কেন্দ্রে ৩০ শতাংশের কম ভোট পড়েছে। অপরদিকে ১১৯টি ভোটকেন্দ্রে ৫০ শতাংশ থেকে ৮৪ দশমিক ৮১ শতাংশ ভোট পড়েছে। আর ৮০ ভাগের ওপরে ভোট পড়েছে ৫ কেন্দ্রে। তবে যেসব কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী ছিলেন সেসব কেন্দ্রে ভোটের হার অপেক্ষাকৃত বেশি ছিল। বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা উত্তর সিটির মেয়র পদে সবচেয়ে কম ভোট পড়েছে মিরপুরের ই-আইডিয়াল স্কুল কেন্দ্রে (৪৪৫)। এ কেন্দ্রের ২ হাজার ৫০৪টি ভোটের মধ্যে ৩টি ভোট পড়েছে; অর্থাৎ ০.১২ শতাংশ। এই তিন ভোটই পেয়েছেন মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। গ্রিন ভিউ হাই স্কুলের (নারীকেন্দ্রে-১) এর ভোটার সংখ্যা ২৪৭১ জন। এর মধ্যে ভোট পড়েছে ৫টি। ভোট পড়ার হার ০.২০ শতাংশ। এ ছাড়া একই স্কুলের (নারীকেন্দ্রে-২) মোট ভোটার সংখ্যা ২৪৯০। এর মধ্যে ভোট পড়েছে মাত্র ৯টি। ভোট পড়ার হার ০.৩৬ শতাংশ। মিরপুরের হাজী আশ্রাফ আলী হাই স্কুল কেন্দ্রে ২ হাজার ২২০টি ভোটের মধ্যে পড়েছে ৭টি, অর্থাৎ ০.৩২ শতাংশ। এ চারটি কেন্দ্রসহ মোট ১০টি কেন্দ্রে এক শতাংশের কম ভোট পড়েছে। এ ছাড়া ভোট পড়েছে বাড্ডার কুড়াতলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ০.৩৩ শতাংশ, মিরপুরের পাইকপাড়ার বশির উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ০.৩৬ শতাংশ, কাফরুলের শহীদ পুলিশ স্মৃতি উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ০.৬৩ শতাংশ, মাদার কেয়া প্রি. স্কুল কেন্দ্রে ০.৭৪ শতাংশ, একই এলাকার ঢাকা আহছানিয়া মিশন মহিলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ০.৭৭ শতাংশ এবং জোয়ার সাহারা এলাকার নিউ লাইফ প্রি-ক্যাডেট স্কুল (২য় তলা) কেন্দ্রে ০.৮৫ শতাংশ। অন্যদিকে বিএন আইডিয়াল স্কুল কেন্দ্রে ৮৪ দশমিক ৮১ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়া খিলক্ষেতের তলনা রুহুল আমিন খান উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৮৩ দশমিক ৮৩ শতাংশ, একই এলাকার পাতিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮২ দশমিক ০১ শতাংশ, বাড্ডার পাতিরা তাহফিজুল কোরআন মাদ্রাসা কেন্দ্রে ৮১ দশমিক ৭৯ শতাংশ এবং বাড্ডার বেরাইদ মুসলিম হাই স্কুল কেন্দ্রে ৮০ দশমিক ২৩ শতাংশ ভোট পড়েছে। এ উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী মো. আতিকুল ইসলাম ছাড়া বাকি চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ না পাওয়ায় তারা জামানত হারাচ্ছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। তাতে দেখা যায়, এই সিটি করপোরেশনের ৩০ লাখ ৩৫ হাজার ৫৯৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ৯ লাখ ৪২ হাজার ৫৩৯টি। এর মধ্যে বাতিল হয়েছে ১৯ হাজার ৫১৩টি, বৈধ ভোটের সংখ্যা ৯ লাখ ২৩ হাজার ২৬টি। বৈধ ভোটের মধ্যে নৌকার প্রার্থী আতিক পেয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট। মেয়র পদে অপর তিন প্রার্থী এনপিপির আনিসুর রহমান দেওয়ান (আম) ৮ হাজার ৬৯৫, পিডিপির শাহীন খান (বাঘ) ৮ হাজার ৫৬০ এবং স্বতন্ত্র আবদুর রহিম (টেবিল ঘড়ি) ১৪ হাজার ৪০ ভোট পেয়েছেন। মেয়র পদে উপনির্বাচনে কেন্দ্রগুলোতে সারা দিন ভোটার উপস্থিতি ছিল খুবই কম। তবে ঘোষিত ফলাফলে ভোটের হার হয়েছে ৩১ দশমিক ০৫ শতাংশ। ভোটের ফলাফল পর্যালোচনায় আরও দেখা গেছে, ৮টি কেন্দ্রে এক থেকে দুই শতাংশ ভোট পড়েছে। এগুলো হচ্ছে জোয়ার সাহারার গুলশান কলেজ, নিচতলা, মহিলা কেন্দ্র-১ (১.৩২%), বাড্ডার কুড়াতলী উচ্চবিদ্যালয় (২য় তলা-উত্তর পার্শ্ব) (১.৩২%), মিরপুরের ঢাকা আহছানিয়া মিশন মহিলা মাধ্যমিক বিদ্যালয়ের মহিলা-১ কেন্দ্র (১.৩৮%), কাফরুলের শহীদ পুলিশ স্মৃতি উচ্চবিদ্যালয় ও কলেজের নিচতলা কেন্দ্র (১.৪৫%), মিরপুরের আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ২য় তলা কেন্দ্র (১.৫৫%), একই এলাকার রোটারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র (১.৬৪%), কসমিক কিন্ডারগার্টেন মহিলা-১ কেন্দ্র (১.৮০%) এবং জোয়ার সাহারার নিউ লাইফ প্রি-ক্যাডেট স্কুলের নিচতলা পুরুষ কেন্দ্র (১.৮৩%)। এ ছাড়া ৯টি কেন্দ্রে ভোট পড়েছে দুই থেকে তিন শতাংশ। কেন্দ্রগুলো হলো আদাবরের চিলড্রেন একাডেমি কেন্দ্র (২.০৪%), মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ব্রাঞ্চ-৩ কেন্দ্র (২.১১%), কালশী ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের দক্ষিণের তিনতলা ভবনের নিচতলা ও ২য় তলা কেন্দ্র (২.১১%), শহীদ পুলিশ স্মৃতি উচ্চবিদ্যালয় ও কলেজের নিচতলায় পুরুষ কেন্দ্র (২.১৪%), পীরেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ তলায় পুরুষ কেন্দ্র (২.৫৬%), উত্তরা হাই স্কুল ও কলেজের নিচতলা মহিলা কেন্দ্র (২.৬৫%), পাইকপাড়া স্টাফ কোয়ার্টার উচ্চবিদ্যালয়ের পূর্ব পার্শ্বে ভবন কেন্দ্র (২.৬৯%), আলীম উদ্দিন উচ্চবিদ্যালয়ের মহিলা কেন্দ্র (২.৭৩%) এবং ফুলকি নার্সারি স্কুলের পুরুষ কেন্দ্র (২.৮৫%)।

সর্বশেষ খবর