রবিবার, ৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

পত্রিকা হবে গণমানুষের কণ্ঠস্বর : স্বরাষ্ট্রমন্ত্রী

কথা বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে : চেয়ারম্যান বসুন্ধরা

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘একমাত্র গণমাধ্যমই পারে সরকারের সহযোগী হয়ে উন্নয়নের সহযাত্রী হতে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও ইতিবাচক সমালোচনার মাধ্যমে গণমাধ্যম সরকারের ভুলত্রুটি চিহ্নিত করে সংশোধনের সুযোগ করে দিতে পারে। পত্রিকা হবে গণমানুষের কণ্ঠস্বর।’ আর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছেন, ‘মিডিয়াকে দেশের উন্নয়নের পক্ষে কথা বলতে হবে। মাদকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে।’ গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় দৈনিক ‘সময়ের আলো’র প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি আলহাজ এম এম এনামুল হক। সম্পূর্ণ নতুন আঙ্গিকে ও বর্ধিত কলেবরে ‘সময়ের আলো পড়ুন, সত্যের সঙ্গে থাকুন’ এ স্লোগান নিয়ে পত্রিকাটি গতকাল বাজারে এসেছে। পত্রিকার প্রকাশনা অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান আরও বলেন, ‘আজকে আমি অনেক আনন্দিত। সময়ের আলোর উদ্বোধন হচ্ছে। অনেক কষ্ট, ষড়যন্ত্র পার করে আজকে পত্রিকাটির উদ্বোধন হচ্ছে। পত্রিকাটির জন্য আমি শুভ কামনা করছি।’ বেশ কটি গণমাধ্যমে অর্থায়ন করা এই ব্যবসায়ী বলেন, ‘গণমাধ্যম লাভের ব্যবসা নয়; অন্য দশটা ব্যবসার মতো নয়। এর মাধ্যমে শুধু মানুষ ও দেশের সেবা করা যায়।’ তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে না লিখলে গণমাধ্যম চলে না- সেই ধারণা পাল্টে গেছে। এখন আর তা কেউ বিশ্বাস করে না। যেসব উন্নয়ন হচ্ছে সেসব কথা বলতে হবে। বাংলাদেশের তাক লাগানো সব উন্নয়ন দেশের মানুষকে বলতে হবে।’ তিনি বলেন, ‘সময়ের আলো বাংলাদেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে। জনগণের দুুঃখ-দুর্দশা লাঘবে কাজ করবে।’ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘গণমাধ্যমের প্রসারে করপোরেট প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে। আজ বড় বড় গ্রুপ পত্রিকা প্রকাশনায় এগিয়ে আসছে, এটি একটি সুখবর।’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার বক্তব্যে বলেন, ‘আমি আশা করব দৈনিক সময়ের আলো সরকারের উন্নয়নের সহযোগী হয়ে কাজ করবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজাহারুল হক, জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সাবেক হুইপ ও মুন্সীগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যন এল এ মুকুল, মাগুরা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন, আমিন মোহাম্মদ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ, মো. আমিনুল হক নাবিল, বিশিষ্ট ব্যবসায়ী হাজী হায়দার হোসেন, সময়ের আলোর সম্পাদক রফিকুল ইসলাম রতন ও প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, শিল্পপতি, ব্যবসায়ী, সম্পাদক, সিনিয়র সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রী, নাট্যাভিনেতা, চিকিৎসক, আইনজীবী, লেখক, কলামিস্ট, সংগীতশিল্পী, পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিপুলসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, দৈনিক সময়ের আলো প্রকাশ করেছে শীর্ষ আবাসন কোম্পানি আমিন মোহাম্মদ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড।

সর্বশেষ খবর