সোমবার, ৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

জোড়া সেঞ্চুরির পরও ইনিংস হার বাংলাদেশের

আসিফ ইকবাল

এতদিন শুধু মাহমুদুল্লাহ রিয়াদের ভালোবাসার তালিকাতেই ছিল হ্যামিল্টনের নাম। এখন সৌম্য সরকারের প্রিয় তালিকায়ও জায়গা নিয়েছে হ্যামিল্টন। অনিন্দ্য সুন্দর হ্যামিল্টন আবার মাহমুদুল্লাহর পয়মন্ত ভেন্যুও। এই মাঠে দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলেছেন ব্যাটিং ‘শিল্পী’ মাহমুদুল্লাহ। তিনটিতেই খেলেছেন তিন অংকের জাদুকরি ইনিংস। সৌম্য এবার সাদা পোশাকে খেললেন অভিষেক সেঞ্চুরি। দলের চরম ব্যাটিং বিপর্যয়ে দুজনেই সেঞ্চুরি করে নাম লিখেছেন ইতিহাসের পাতায়। নামের পাশের সেঞ্চুরির সংখ্যা বাড়ালেও দলের হার এড়াতে পারেননি। দুই দুটি সেঞ্চুরির পরও ইনিংস ও ৫২ রানে হেরে গেছে বাংলাদেশ। অবশ্য ইনিংস হারের এই টেস্টে সেঞ্চুরি করেছেন তামিম ইকবালও। তৃতীয় দিনেই নিশ্চিত হয়ে গিয়েছিল হার। শুধু সংশয় ছিল ব্যবধান নিয়ে। ৪৮১ রানে পিছিয়ে থেকে মাহমুদুল্লাহ বাহিনী তৃতীয় দিন শেষ করেছিল ১২৬ রানে ৪ উইকেট হারিয়ে। তখনই মোটামুটি নিশ্চিত হয়ে পড়েছিল হারের বিষয়টি। স্বাগতিক নিউজিল্যান্ড অপেক্ষায় ছিল জয়োৎসবের। কিন্তু সৌম্য ও মাহমুদুল্লাহ বৈরী উইকেটে নেইল ওয়াগনার, ট্রেন্ট বুল্ট, টিম সাউদিদের গতি, বাউন্সার ও সুইংয়ের বিপক্ষে হিমালয়সম দৃঢ়তায় পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন ২৩৫ রান। দলীয় ৩৬১ রানের মাথায় বুল্টের সুংইয়ে বোকা বনে সাজঘরে ফিরেন সৌম্য। তার আগে নামের পাশে লিখে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংস। ১৪৯ রানের নান্দনিক ইনিংসটি খেলেন ড্যাসিং সৌম্য ১৭১ বলে ২১ চার ও ৫ ছক্কায়। অবশ্য দুই বছর আগে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির কাছাকাছি ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডেই। ইনিংসটি আবার বাংলাদেশের টেস্ট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিও। অবশ্য ৯৪ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এতদিন একার ছিল তামিম ইকবালের। ২০১০ সালে লর্ডসে খেলেছিলেন বাঁ হাতি ওপেনার। সৌম্যর সঙ্গে রেকর্ড জুটি গড়লেও মাহমুদুল্লাহ আরও অনেকটা সময় ছিলেন উইকেটে। দলীয় ৪২৯ রানের মাথায় নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন অধিনায়ক মাহমুদুল্লাহ। তার আগে খেলেন ক্যারিয়ারে সর্বোচ্চ ইনিংসটি। ১৪৬ রানের অধিনায়কোচিত ইনিংসটি খেলেন ২২৯ বলে ২১ চার ও ৩ ছক্কায়। মাহমুদুল্লাহ টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি করেছিলেন প্রিয় হ্যামিল্টনে। ২০১০ সালের ফেব্রুয়ারিতে ১১৫ রানের ইনিংসটিও হার এড়াতে পারেনি দলের। ওই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। এবার সাকিব নেই। তার পরিবর্তে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদুল্লাহ।

সর্বশেষ খবর