মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলে সহায়তা : আইজিপি

ময়মনসিংহ প্রতিনিধি

মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলে সহায়তা : আইজিপি

মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জানান, মাদক ছেড়ে কেউ যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, তাহলে তাদের সুযোগ দেওয়া হবে। আর মাদক ব্যবসায়ীরা স্বাভাবিক জীবনে ফিরে না এলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল দুপুরে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস রোডে পুলিশ অফিসার্স মেসসহ ৯টি স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি। পরে বিকালে পুলিশ লাইনসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও ময়মনসিংহ বিভাগের সব পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের ২০৪১ সালের মধ্যে একটি সুখী ও সমৃদ্ধ সোনার বাংলা দেখার স্বপ্ন দেখিয়েছেন। এটি তখনই সার্থক হবে যখন আমরা মাদক ও জঙ্গিবাদ থেকে দেশবাসীকে পরিত্রাণ করতে পারব। বাংলাদেশকে নিরাপদ আবাস হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারব।

সর্বশেষ খবর