বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

হুমকি উপেক্ষা চাঙ্গা ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনকে ঘিরে সব ধরনের হুমকি-ধমকিকে উপেক্ষা করছে সাধারণ ছাত্র-ছাত্রীরা। দীর্ঘদিন পর সব সংগঠনের প্রচারণায় ক্যাম্পাস হয়ে উঠছে প্রাণোচ্ছল। এখন শুধু উৎকণ্ঠা ভোট গ্রহণের সময়সীমা নিয়ে। সবাই দাবি করছে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের সময়সীমা বাড়াতে হবে। কারণ ২টার মধ্যে প্রায় ৪৩ হাজার ভোট শেষ করা সম্ভব নয়। এ কারণে ভোট গ্রহণের সময়সীমা বাড়ানো দরকার। এদিকে সর্বজনীন অংশগ্রহণের ভিত্তিতে ভোটের পরিবেশ তৈরি করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও চাপে রেখেছে সাধারণ ছাত্র-ছাত্রীরা। ক্যাম্পাসের সার্বিক চিত্র নিয়ে বাংলাদেশ প্রতিদিনের এ বিশেষ আয়োজন।

প্রতিশ্রুতির ফুলঝুরি, গেস্টরুম নির্যাতন বন্ধের অঙ্গীকার

ভোট গ্রহণের সময়সীমা নিয়ে উৎকণ্ঠা

নারীরাই ভোট ব্যাংক নারী প্রার্থীদের

 

সর্বশেষ খবর