শুক্রবার, ৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

নারীরা ভালো করছে বিচারকের দায়িত্বে

- নাজমুন আরা সুলতানা, বিচারপতি

জিন্নাতুন নূর

নারীরা ভালো করছে বিচারকের দায়িত্বে

বিচারক হিসেবে প্রথমদিকে একজন নারীর বেশকিছু সমস্যা থাকলেও বর্তমানে সেই সমস্যা আর নেই। যদিও নারীর জন্য এ পেশাটি বেশ চ্যালেঞ্জিং। এজন্য তাকে কঠিন দায়িত্বও পালন করতে হয়। তবে বাংলাদেশের মেয়েরা বিচারক হিসেবে এ দায়িত্ব বেশ ভালোভাবে পালন করছেন বলে জানান সাবেক বিচারপতি নাজমুন আরা সুলতানা। তিনি বাংলাদেশের প্রথম নারী বিচারপতি। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি এসব কথা বলেন। সাবেক এ বিচারপতি বলেন, আমার বিশ্বাস, মেয়েরা খুব ভালোভাবে এ দায়িত্ব পালন করছে। বর্তমানে দেশে প্রায় ৫শ জন নারী বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর এই নারীরা সবাই প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হয়ে বিচারক হয়েছেন। আশার কথা, প্রতি বছর বিচারক নিয়োগের  জন্য যে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেখানে প্রথমদিকের সারিতে মেয়েরা থাকছেন এবং তারা খুব ভালো নম্বর পাচ্ছেন। নারীরা নিজের যোগ্যতাবলেই বিচারক হচ্ছেন। কেউ কোটায় বিচারক পদে নিয়োগ পাচ্ছেন না। বিচারক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে নারীকে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, সে অর্থে তেমন সমস্যার সম্মুখীন নারী বিচারককে করতে হয় না। তবে সারা দেশেই চাকরি মানেই বদলির চাকরি। দায়িত্ব পালনকালে দেশের যে কোনো স্থানেই একজন মেয়ে বদলি হতে পারেন। আর সংসারে সন্তান প্রতিপালনসহ নারীর দায়িত্ব বরাবরই পুরুষের চেয়ে বেশি। কিন্তু দায়িত্বের জন্য একজন নারীকে যদি তার স্বামী-সন্তান থেকে দূরে থাকতে হয় তখন স্বাভাবিকভাবেই সমস্যা হয়। তবে সরকারের পক্ষে থেকে পলিসি আছে যে, মেয়েদের যতটা সম্ভব তাদের স্বামীর সঙ্গে একটি ‘স্টেশনে’ দায়িত্ব দিতে হবে। তবে এটি সবসময় বাস্তবায়িত হয় না। আমাদের যেসব নারী বিচারক আছেন তাদের ক্ষেত্রেও বিষয়টি বাস্তবায়নের জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা নিজেরাও স্বামীর সঙ্গে যাতে বদলি হয় সে জন্য দাবি জানিয়ে এসেছি। এতে নারীরা ভালোভাবে কাজ করতে পারবেন বলে মনে করি।

নাজমুন আরা সুলতানা আরও বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন অনেক বেশি হয়েছে। একটি রাষ্ট্রে একজন নারীর চারবার রাষ্ট্রপ্রধান হওয়া বেশ বড় একটি ব্যাপার। অন্য কোনো দেশে কিন্তু কোনো নারী এতবার রাষ্ট্রপ্রধান হননি। তবে গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত, অশিক্ষিত নারীদের উন্নয়নের জন্য এখনো অনেক কিছু করার আছে বলে সাবেক এ বিচারপতি মন্তব্য করেন। ভবিষ্যতে যে নারীরা আইন পেশায় আসতে চান তাদের নিজ পেশার প্রতি আন্তরিক ও নিষ্ঠাবান হওয়ার পরামর্শ দিয়েছেন নাজমুন আরা সুলতানা।

সর্বশেষ খবর