শনিবার, ৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা
প্রার্থীরা যা বললেন

কী হবে তা নিয়ে সংশয় আছে

-লিটন নন্দী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

কী হবে তা নিয়ে সংশয় আছে

বামপন্থি ছাত্র সংগঠনগুলোর দুই মোর্চা প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্য জোটবদ্ধভাবে ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী এ জোটের ভিপি পদপ্রার্থী। তিনি বলেন, ‘ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফরম। এ নির্বাচনে এমন ব্যক্তিদের আসা উচিত যারা শিক্ষার্থীদের কথা বলতে পারবেন। আমরা জয়-পরাজয় নিয়ে চিন্তা করছি না। নির্বাচনের মাধ্যমে যাতে সাধারণ শিক্ষার্থীরা ভোটাধিকার ফিরে পান। সঙ্গে সঙ্গে আমরা শিক্ষার্থীদের বলছি, আপনারা এমন কাউকে ভোট দেবেন না, যারা কর্তৃত্বপরায়ণ। তারাও আমাদের বক্তব্য ভালোভাবে গ্রহণ করছেন। আমাদের প্রত্যাশা- শিক্ষার্থীরা দলে দলে ভোট দিতে আসবেন। একটি উদার, অসাম্প্রদায়িক বিশ্ববিদ্যালয় গঠনে সব শিক্ষার্থী অংশ নেবেন।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘প্রশাসন যেভাবে এগোচ্ছে, তাতে নির্বাচন কতটা সুষ্ঠু হবে, তা নিয়ে সংশয় আছে। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে ভোট নেওয়া হবে তা সবাই অবগতও নন। তবে সব শিক্ষার্থী সম্মিলিতভাবে এগিয়ে এসে প্রশাসনিক একতরফা সিদ্ধান্তের বিরোধিতা করলে বিশ্ববিদ্যালয়ের নৈতিক জয়ই ছিনিয়ে আনা যাবে।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর