শনিবার, ৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

প্রতারণা করেছেন সুলতান : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনপ্রতিনিধিত্বহীন সংসদে যোগ দিয়ে ঐক্যফ্রন্টের সুলতান মনসুর জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে নিজেকেই ছোট করেছেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বিএনপি মহাসচিব।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, মনসুর সাহেব নিজেকে জনগণের সামনে অত্যন্ত ছোট করে ফেলেছেন, ক্ষুদ্র করে ফেলেছেন। জনগণের প্রতিনিধি ছাড়া যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে যোগ দিয়ে তিনি নিজেকে শুধু ক্ষুদ্রই করেননি, জনগণের সঙ্গে প্রতারণাও করেছেন। তিনি যে দল থেকে মনোনয়ন নিয়েছিলেন গণফোরাম, তারা ইতিমধ্যে তাকে বহিষ্কার করেছে, ঐক্যফ্রন্ট তাকে বহিষ্কার করেছে। মির্জা ফখরুল বলেন, তিনি ঐক্যফ্রন্টের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি নন। ঐক্যফ্রন্টে যারা আছেন নেতৃবর্গ, তারা সবাই একমত যে সুলতান মনসুর এই খারাপ কাজটি করেছেন, গর্হিত কাজ করেছেন। এজন্য তাকে বহিষ্কার করা হয়েছে। তা ছাড়া গতকাল জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও যুগ্মসাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় এ মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র সহসভাপতি নুরজাহান ইয়াসমীন প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর