সোমবার, ১১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সংসদীয় কমিটিতে সুলতান

নিজস্ব প্রতিবেদক

সংসদীয় কমিটিতে সুলতান

পুনর্গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদের বৈঠকে স্বরাষ্ট্র ও সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠিত হয়। চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এসব  কমিটি পুনর্গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যরা সংসদে আসার পর অনেকগুলো সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। কমিটির সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আফছারুল আমীন, পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, হাবিবুর রহমান, সামসুল আলম দুদু, পীর ফজলুর রহমান, ফরিদুল হক খান ও কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ ছাড়া পুনর্গঠিত সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে স্থান পেয়েছেন এক সময়ের বিটিভির জনপ্রিয় ‘কোথাও কেউ নেই’ নাটকের জনপ্রিয় চরিত্র ‘বাকের ভাই’খ্যাত অভিনেতা ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং একই নাটকের ‘মুনা’ চরিত্রের জনপ্রিয় অভিনেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। এ কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর