বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

রাতভর বিক্ষোভ রোকেয়া হলে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সদ্য অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে রোকেয়া হলে ঘটা অনিয়মে প্রাধ্যক্ষের প্রত্যক্ষ সহযোগিতার অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাতভর বিক্ষোভ করেছেন ওই হলের ছাত্রীরা। ছাত্রলীগ প্যানেলের প্রার্থী ছাড়া অন্য সব প্যানেলের প্রার্থীদের নেতৃত্বে ওই দিন রাত ৯টা থেকে এই বিক্ষোভ শুরু করেন তারা। আন্দোলনকারীরা বলেন, ‘আমরা প্রভোস্টের পদত্যাগ চাই। কেননা তার সহযোগিতার কারণে হলে নির্বাচনের সময় নানা অপকর্ম হয়েছে। একই সঙ্গে হল সংসদের পুনর্নির্বাচনও দাবি করেন তারা। আন্দোলন চলাকালে ছাত্রীরা হলের ভিতরের মূল ফটকের সামনে অবস্থান করেন। এ সময় অফিসের সামনে হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার ফারহানা ফেরদৌসীসহ কয়েকজন আবাসিক শিক্ষককে দেখা যায়। গেটের বাইরে প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী, সহকারী প্রক্টর সীমা আকতারসহ প্রক্টরিয়াল টিমের সদস্যরা অবস্থান করছিলেন। তবে তাদের কাউকেই ভিতরে প্রবেশ করতে দেখা যায়নি।

এদিকে রোকেয়া হলের আন্দোলনে তিন হলের নির্বাচিত ২১ জন স্বতন্ত্র প্রার্থী একাত্মতা প্রকাশ করেছেন। ছাত্রীদের দাবি, রোকেয়া হল সংসদে পুনর্নির্বাচন, মামলা প্রত্যাহার ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদার পদত্যাগ। গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই একাত্মতা প্রকাশ করা হয়। কবি সুফিয়া কামাল হল, শামসুন নাহার হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল সংসদে ভিপি, জিএসসহ বিভিন্ন পদে নির্বাচিত ২১ জন স্বতন্ত্র প্রার্থী রোকেয়া হলের ছাত্রীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শামসুন নাহার হল সংসদে নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) আফসানা ছপা।

সর্বশেষ খবর