শনিবার, ১৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা

নিরাপত্তা ছিল না ক্রিকেটারদের

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশে অন্য কোনো দেশের ক্রিকেট দল খেলতে এলে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়। প্রধানমন্ত্রীর মতো নিরাপত্তা বলয় তৈরি করা হয় বিদেশি ক্রিকেটারদের জন্য। কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা যখন বাইরে খেলতে যান, নিরাপত্তা বলয় তো দূরের কথা তাদের সঙ্গে থাকে না কোনো নিরাপত্তা কর্তাও। গতকাল ক্রাইস্টচার্চে বাংলাদেশের ক্রিকেটাররা যখন ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়ে বিপদে পড়েছিলেন তখন তাদের সঙ্গে একজন নিরাপত্তাকর্মীও ছিলেন না। এমন পরিস্থিতিতে ক্রিকেটাররা নিজেদের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বাস থেকে নেমে পার্কের ভিতর দিয়ে দৌড়ে মাঠে (হ্যাগলি ওভাল স্টেডিয়াম, ক্রাইস্টচার্চ) গিয়ে প্রাণ বাঁচান। কেন বাংলাদেশ দলে কোনো নিরাপত্তা কর্মকর্তা ছিল না? এমন প্রশ্নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান জানান, সাধারণত ওই সব দেশ নিরাপত্তা বলয়ের মধ্যেই থাকে। তাদের দেশে আলাদা করে নিরাপত্তার দরকার হয় না। অন্য দেশের ক্রিকেটাররা সেখানে গিয়ে আলাদা করে নিরাপত্তা চান না। তবে বোর্ড সভাপতি জানিয়েছেন, এরপর থেকে তারা ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারে আরও সতর্ক হবেন। নাজমুল বলেন, এখন থেকে যে দেশ পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না, সে দেশে বাংলাদেশ দল আর খেলতে যাবে না।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট শুরুর কথা ছিল। কিন্তু অস্ট্রেলীয় বন্দুকধারীর গুলিতে ৪৯ জন নিহতের ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আলোচনা করে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে। আজ রাতেই দেশে ফিরছেন টাইগাররা।

সর্বশেষ খবর