মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বিনা ভোটে জয়ীরা ইলেকটেড না সিলেকটেড

নিজস্ব প্রতিবেদক

বিনা ভোটে জয়ীরা ইলেকটেড না সিলেকটেড

উপজেলা নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, নির্বাচন মানেই হচ্ছে একাধিকের মধ্যে বাছাই। তাই যা প্রতিদ্বন্দ্বিতা নয়, তা নির্বাচন হয় কী করে? ইংরেজিতে প্রতিদ্বন্দ্বিতাহীনদের ইলেকটেড না বলে সিলেকটেড বলা যেতে পারে কি? গতকাল দ্বিতীয় ধাপের উপজেলা ভোট চলার মধ্যে বিকালে নির্বাচন ভবনের নিজ কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাহবুব তালুকদার। এ ছাড়া স্থানীয় সরকারের নির্বাচন পদ্ধতি ও ব্যবস্থাপনার সংস্কার প্রয়োজন বলে মনে করেন এই নির্বাচন কমিশনার। চলমান উপজেলা নির্বাচন ‘জৌলুস হারানোর’ পর সব দলের অংশগ্রহণ ও ভোটারদের উপস্থিতি বাড়াতে এ প্রস্তাব দেন তিনি। তিনি জানান, নির্বাচন অর্থবহ করার জন্য ও গণতন্ত্রকে অবারিত করার স্বার্থে নির্বাচন পদ্ধতির সংস্কার প্রয়োজন। তবে নির্বাচন পদ্ধতির সংস্কার ইসির কাজ নয়; রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। মাহবুব তালুকদার বলেন, স্থানীয় নির্বাচন কী পদ্ধতিতে কতখানি উন্মুক্ত হবে সো বর্তমানে সরকার ঠিক করে দেয়। ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, আইনানুগ ও উন্মুক্ত নির্বাচন হলে এবং সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত হলে সব দল তাতে অংশগ্রহণ করবে বলে আশা করা যায়। ইসিকে আরও ক্ষমতা দেওয়ার পক্ষে মত দেন মাহবুব তালুকদার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর