বুধবার, ২০ মার্চ, ২০১৯ ০০:০০ টা
তবু কেন অরক্ষিত সড়ক

লাইসেন্স দিতে বাড়াতে হবে নজরদারি

অধ্যাপক আকতার মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

লাইসেন্স দিতে বাড়াতে হবে নজরদারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আকতার মাহমুদ বলেন, সড়ককে নিরাপদ করতে গণপরিবহন ব্যবস্থাপনায় পরিবর্তন জরুরি হয়ে পড়েছে। এ জন্য চালকদের লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় নজরদারি বাড়াতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন। এই নগর পরিকল্পনাবিদ আরও বলেন, দেশের চালক এবং যাত্রীদের মধ্যে আইন না মানার প্রবণতা প্রকট। তাই আইন প্রয়োগের ব্যাপারে কঠোর হতে হবে। রাজধানীতে কৌশলগত পরিবহন পরিকল্পনা বাস্তবায়নে কর্তৃপক্ষের সিদ্ধান্ত জরুরি।

ঘনবসতি পূর্ণ কম রাস্তার শহরে একমাত্র নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই গণপরিবহন সমস্যার সমাধান হতে পারে। চালকদের পাশাপাশি যাত্রীদেরও সড়ক আইন মেনে চলতে হবে। আমাদের দেশে অনেক ভালো আইন আছে। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীলতা বাড়াতে হবে।

সর্বশেষ খবর