বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

জাহালমকে নিয়ে আপাতত সিনেমা নয় : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

জাহালমকে নিয়ে আপাতত সিনেমা নয় : হাই কোর্ট

সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় বিনা অপরাধে তিন বছর জেল খাটা জাহালমের জীবনের গল্প নিয়ে সিনেমা, নাটক, শর্ট ফিল্ম তৈরিতে নিষেধাজ্ঞা জারি করেছে হাই কোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল।

সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলার আসামি আবু সালেক নামের এক ব্যক্তি। কিন্তু নিরীহ পাটকলশ্রমিক জাহালমকে আবু সালেক হিসেবে চিহ্নিত করে ২৬টি মামলায় আসামি করা হয়। দুদকের মামলায় জাহালম গ্রেফতার হন ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি। তিন বছর কারাভোগের পর হাই কোর্টের নির্দেশে গত ৩ ফেব্রুয়ারি জাহালম মুক্তি পান। টাঙ্গাইলের জাহালম এখন দেশের আলোচিত মানুষ। ২৬ মামলার ভুল আসামি জাহালমের জীবনের গল্প নিয়ে সিনেমা নির্মাণের বিষয়ে দুটি জাতীয় দৈনিক গত ১৩ মার্চ প্রতিবেদন প্রকাশ করে। এ দুটি প্রতিবেদন যুক্ত করে হাই কোর্টে আবেদন করে দুদক।

সর্বশেষ খবর