শিরোনাম
বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

নাম ও রং পাল্টে সুপ্রভাত হচ্ছে সম্রাট জাবালে নূরও নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

নাম ও রং পাল্টে সুপ্রভাত হচ্ছে সম্রাট জাবালে নূরও নিষিদ্ধ

গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি মাঠে ‘সুপ্রভাত স্পেশাল সার্ভিস’ বাসের রং মুছে ‘সম্রাট’ ট্রান্সলাইন (প্রা.) লিমিটেড’ লেখা হচ্ছে। ছবিটি গতকাল বিকালে তোলা -বাংলাদেশ প্রতিদিন

দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর প্রেক্ষাপটে ঢাকা মহানগরীতে সুপ্রভাত ও জাবালে নূর পরিবহনের সব বাস ও মিনিবাস চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বিআরটিএ। তবে রাতারাতি নাম ও রং পাল্টে সুপ্রভাত হয়ে যাচ্ছে ‘সম্রাট’। গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ’র উপপরিচালক (ইঞ্জিনিয়ার) শফিকুজ্জামান ভূঞা স্বাক্ষরিত এক পত্রে দুই পরিবহন নিষিদ্ধের এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকার নর্দ্দায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় ছাত্রের মৃত্যুর ঘটনায় সড়ক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এই সিদ্ধান্ত  নেওয়া হয়েছে। রং বদলাচ্ছে সুপ্রভাত : রাজধানীর সদরঘাট থেকে গাজীপুর মহানগরের গাজীপুরা রুটে চলাচলকারী ‘সুপ্রভাত স্পেশাল বাস সার্ভিস’ পরিবহনের কিছু বাসের রং বদলিয়ে সম্রাট ট্রান্সলাইন (প্রা.) লি.-এ সংযুক্ত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুরা এলাকায় সুপ্রভাত পরিবহনের কিছুসংখ্যক বাসে রং বদলানোর চিত্র দেখা গেছে। এ ছাড়া মালিকরা তাদের সুবিধামতো কোম্পানিতে বাস অন্তর্ভুক্ত করতে ব্যস্ত রয়েছেন। সম্রাট পরিবহনের গাড়ি রাজধানীর মহাখালী থেকে গাজীপুরের কাপাসিয়া হয়ে নরসিংদীর মনোহরদীর চালাকচর পর্যন্ত চলাচল করে।

সর্বশেষ খবর